শাহরাস্তিতে দিনমজুরকে কুপিয়ে হত্যা, ঘটনাস্থলে পরিদর্শনে এসপি

  • আপডেট: ০৩:৪২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
  • ২৩

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতেই কুপিয় হত্যা করা হয় দিনমজুর রফিকুল ইসলামকে। পরিবারের সদস্যদের সামনেই তাকে কুপিয়ে হত্যা করেছে এলাকার কিছু বখাটে ও দুর্বৃত্ত যুবক। ৩১ ডিসেম্বর বিকেলে শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা গ্রামের ষষ্ঠি বাড়িতে এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সঠিক বিচারের আশ্বাস দেন।

নিহত রফিক ওই গ্রামের মৃত আশু মিয়ার ছেলে। আটক যুবক রাশেদ আহমেদ প্রকাশ কালু মিয়া একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম ঘটনাস্থল থেকে মুঠো ফোনে জানান, দুপরে জেএসসি পরীক্ষার ফলাফল দেখতে কয়েকজন অভিভাবক চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ে যায়, সেখানে ফলাফল দিতে দেরী হওয়ায় তারা স্কুলের সামনের দোকানে চা খেতে যায়। সে সময় দোকানে জুনিয়র একটি গ্রুপ বসে থাকায় তাদেরকে দোকান থেকে বের হতে বলে সিনিয়ররা। তার বের না হলে তাদেরকে চড়-থাপ্পার মেরে দোকান থেকে বের করে দেয়া হয়। এ নিয়ে বিকেলে শালিস হওয়ার কথা ছিল। শালিস না হওয়ায় আটক রাশেদ আহমেদ প্রকাশ কালু মিয়াসহ কয়েকজন পাশবর্তী ষষ্ঠিবাড়ীর হানা দেয়। এ সময় বাড়ীতে রফিককে পেয়ে তাকে কুপিয়ে মারত্মক আহত করে। হাসপাতালে নেয়ার পথে রফিক মারা যায়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে দিনমজুরকে কুপিয়ে হত্যা, ঘটনাস্থলে পরিদর্শনে এসপি

আপডেট: ০৩:৪২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতেই কুপিয় হত্যা করা হয় দিনমজুর রফিকুল ইসলামকে। পরিবারের সদস্যদের সামনেই তাকে কুপিয়ে হত্যা করেছে এলাকার কিছু বখাটে ও দুর্বৃত্ত যুবক। ৩১ ডিসেম্বর বিকেলে শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা গ্রামের ষষ্ঠি বাড়িতে এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সঠিক বিচারের আশ্বাস দেন।

নিহত রফিক ওই গ্রামের মৃত আশু মিয়ার ছেলে। আটক যুবক রাশেদ আহমেদ প্রকাশ কালু মিয়া একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম ঘটনাস্থল থেকে মুঠো ফোনে জানান, দুপরে জেএসসি পরীক্ষার ফলাফল দেখতে কয়েকজন অভিভাবক চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ে যায়, সেখানে ফলাফল দিতে দেরী হওয়ায় তারা স্কুলের সামনের দোকানে চা খেতে যায়। সে সময় দোকানে জুনিয়র একটি গ্রুপ বসে থাকায় তাদেরকে দোকান থেকে বের হতে বলে সিনিয়ররা। তার বের না হলে তাদেরকে চড়-থাপ্পার মেরে দোকান থেকে বের করে দেয়া হয়। এ নিয়ে বিকেলে শালিস হওয়ার কথা ছিল। শালিস না হওয়ায় আটক রাশেদ আহমেদ প্রকাশ কালু মিয়াসহ কয়েকজন পাশবর্তী ষষ্ঠিবাড়ীর হানা দেয়। এ সময় বাড়ীতে রফিককে পেয়ে তাকে কুপিয়ে মারত্মক আহত করে। হাসপাতালে নেয়ার পথে রফিক মারা যায়।