শাহরাস্তিতে সমাপণী পরীক্ষায় ৯৯.৩৫ভাগ পাশ

  • আপডেট: ০৫:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • ৩৭

মোঃ জামাল হোসেন:

চাঁদপুরের শাহরাস্তিতে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে। এ পরীক্ষায় ৪হাজার ৪শত’১৭জন শীক্ষার্থী অংশ নিয়ে ৪হাজার ৩শত ৮৯ জন কৃতকার্য হয়েছে, অকৃতকার্য হয়েছে মাত্র ২৮জন। পাশের হার শতকরা ৯৯.৩৫ ভাগ। এতে জিপিএ( ৫) পেয়েছে ৬শত ৮০ জন। জিপিএ (৪ ) পেয়েছে ২ হাজার ১শত ৪৫ জন, জিপিএ (৩.৫) ৬শত’৩৫ জন, জিপিএ-(৩ ) ৪শত ৪৯ জন, জিপিএ-(২) ৩ শত’৯৯জন, জিপিএ-(১) পেয়েছে ৮১জন।

এবারের পরিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে বালক২শ১৩ জন আর বালিকা ৪শ৬৭ জন জিপিএ-৫ পায়।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, ফলাফল ভালো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে সমাপণী পরীক্ষায় ৯৯.৩৫ভাগ পাশ

আপডেট: ০৫:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯

মোঃ জামাল হোসেন:

চাঁদপুরের শাহরাস্তিতে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে। এ পরীক্ষায় ৪হাজার ৪শত’১৭জন শীক্ষার্থী অংশ নিয়ে ৪হাজার ৩শত ৮৯ জন কৃতকার্য হয়েছে, অকৃতকার্য হয়েছে মাত্র ২৮জন। পাশের হার শতকরা ৯৯.৩৫ ভাগ। এতে জিপিএ( ৫) পেয়েছে ৬শত ৮০ জন। জিপিএ (৪ ) পেয়েছে ২ হাজার ১শত ৪৫ জন, জিপিএ (৩.৫) ৬শত’৩৫ জন, জিপিএ-(৩ ) ৪শত ৪৯ জন, জিপিএ-(২) ৩ শত’৯৯জন, জিপিএ-(১) পেয়েছে ৮১জন।

এবারের পরিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে বালক২শ১৩ জন আর বালিকা ৪শ৬৭ জন জিপিএ-৫ পায়।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, ফলাফল ভালো হয়েছে।