মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেনীপেশার মানুষ। সোমবার প্রভাতে সূর্যোদয়ের সাথে সাথে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্তরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়। সকাল ৬টা ৪০ মিনিটে শাহরাস্তি কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন উপজেলা প্রশাসন সহ সকল পেশাজীবি সংগঠন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার , সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, উপজেলা আ’লীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলার সকল কার্যালয়ের কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সকাল ৮টায় শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মঞ্চে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা
শিরিন আক্তার ও থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম এল এল বি।
থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে সমাবেশ, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহন, শরীরচর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আবদুল লতিফ, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপজেলা প্রকৌশলী রেজাউনুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ