শাহরাস্তিতে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে আটক ১

  • আপডেট: ০১:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ৩২
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তিতে আত্মহত্যা প্ররোচণার অভিযোগে ১জনকে আটক করেছে পুলিশ। ঘটনার অভিযোগে জানা যায় গত শুক্রবার ভোরে রায়শ্রী (উত্তর)  ইউনিয়নের দেহালা মিয়াজী বাড়ির মৌলভী বাড়ীর মোঃ সিদ্দিকুর রহমান (৬০)  ব্যাক্তি আত্মহত্যা করেছে।  শাহরাস্তি থানার পুলিশ লাশ উদ্ধার পূর্বক তার পকেটে চিরকুট পায়, ঐ চিরকুটে একই বাড়ির মোঃ আবুল খায়ের (৬৫)পিতা মৃত মোঃ নাজিম আলী, ও সিরাজুল ইসলাম( ৪৫) পিতা মৃত মোঃ নাজিম আলী এর বিরুদ্ধে শাহরাস্তি থানায় আত্মহত্যা প্ররচোনার অভিযোগ এনে নিহত ছিদ্দিকের মেয়ে সাজেদা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। শাহরাস্তি থানার মামলা নং ২৫ তাং২৯/ ১১/২০১৯ইং ধারা ৩০৬। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে  আবুল খায়েরকে আটক করে কোর্টে প্রেরণ করেন। অপর অভিযুক্ত ব্যাক্তি পলাতক রয়েছ, বলে জানিয়েছেন মামলার তদন্ত কারী এস আই সৈকত। তার এ আত্মহত্যার কারন জনতে চাইলে এলাকা জানান মৌলবী মোঃ ছিদ্দিকুর রহমান একজন ভালো লোকছিলেন।
এলাকার কোন জামেলা ছিলো না, তার ভাই মোঃ সিরাজুল ইসলাম (৪৫) তার নামে স্থানীয় ইউনিয়ন পরিষদে মামলা কর। এ অপমান সহ্য করতে না পের গত ২৯/১১/২০১৯ইং শুক্রবার ভোরে নিজ ঘরে ভিতরে ঘরের আড়ার সাথে দড়ি দিয়  ফাঁস দেয়।
জানাগেছে বৃহস্পতিবার তারা স্বামী-স্ত্রী শ্বশুর বাড়িতে গিয়ে, সন্ধ্যায় বাড়িতে চলে আসে একা, স্ত্রীকে সাথে না এনে ঘটনার দিন সকাল বেলা তার একটা ছেলে ছিল হাটপাড় একটি মুরগীর দোকানে কাজের জন্য পাঠিয়ে দিয়ে   এ কাজটি করেছে বলে স্বানীয়রা জানায়।
নিহত সিদ্দিকের স্ত্রী আমেনা বেগম জানায়, আমার স্বামী ৩ শতক সম্পত্তি বিক্রি করছেন  আবুল খায়ের এর ছেলের কাছ  প্রায় তিন বছর পূর্বে, এখন আমার দেবর মোঃ সিরাজুল ইসলাম (৪৬) বলতেছেন  আমরা নাকি এক শতক বেশী বিক্রি করেছি। এটা সে আমাদেরকে কয়েক বার মারধর করেছে। এখন আবার চেয়ারম্যান এর অফিসে গ্রাম আদালতে মামলা করেছেন। এটার নোটিশ আসায়  এবং আমাদেরকে ধমকা ধমকি করায়।
আমার স্বামী আমাকে বলেছেন তুমি এখানে থাকলে তোমাকে মেরে ফেলবে, তার চেয়ে তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসি।সে অনুযায়ী আমাকে আমার বাবার বাড়িতে রেখে তিনি বাড়িতে চলে আসেন।  আর পরদিন সকালে খবর পাই তিনি মারা গেছেন।
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে আটক ১

আপডেট: ০১:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তিতে আত্মহত্যা প্ররোচণার অভিযোগে ১জনকে আটক করেছে পুলিশ। ঘটনার অভিযোগে জানা যায় গত শুক্রবার ভোরে রায়শ্রী (উত্তর)  ইউনিয়নের দেহালা মিয়াজী বাড়ির মৌলভী বাড়ীর মোঃ সিদ্দিকুর রহমান (৬০)  ব্যাক্তি আত্মহত্যা করেছে।  শাহরাস্তি থানার পুলিশ লাশ উদ্ধার পূর্বক তার পকেটে চিরকুট পায়, ঐ চিরকুটে একই বাড়ির মোঃ আবুল খায়ের (৬৫)পিতা মৃত মোঃ নাজিম আলী, ও সিরাজুল ইসলাম( ৪৫) পিতা মৃত মোঃ নাজিম আলী এর বিরুদ্ধে শাহরাস্তি থানায় আত্মহত্যা প্ররচোনার অভিযোগ এনে নিহত ছিদ্দিকের মেয়ে সাজেদা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। শাহরাস্তি থানার মামলা নং ২৫ তাং২৯/ ১১/২০১৯ইং ধারা ৩০৬। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে  আবুল খায়েরকে আটক করে কোর্টে প্রেরণ করেন। অপর অভিযুক্ত ব্যাক্তি পলাতক রয়েছ, বলে জানিয়েছেন মামলার তদন্ত কারী এস আই সৈকত। তার এ আত্মহত্যার কারন জনতে চাইলে এলাকা জানান মৌলবী মোঃ ছিদ্দিকুর রহমান একজন ভালো লোকছিলেন।
এলাকার কোন জামেলা ছিলো না, তার ভাই মোঃ সিরাজুল ইসলাম (৪৫) তার নামে স্থানীয় ইউনিয়ন পরিষদে মামলা কর। এ অপমান সহ্য করতে না পের গত ২৯/১১/২০১৯ইং শুক্রবার ভোরে নিজ ঘরে ভিতরে ঘরের আড়ার সাথে দড়ি দিয়  ফাঁস দেয়।
আরো পড়ুন :শাহরাস্তিতে রহস্যজনক ভাবে ১ জনের মৃত্যু। এলাকাবাসীর জিজ্ঞাসা হত্যা না আত্মহত্যা?
জানাগেছে বৃহস্পতিবার তারা স্বামী-স্ত্রী শ্বশুর বাড়িতে গিয়ে, সন্ধ্যায় বাড়িতে চলে আসে একা, স্ত্রীকে সাথে না এনে ঘটনার দিন সকাল বেলা তার একটা ছেলে ছিল হাটপাড় একটি মুরগীর দোকানে কাজের জন্য পাঠিয়ে দিয়ে   এ কাজটি করেছে বলে স্বানীয়রা জানায়।
নিহত সিদ্দিকের স্ত্রী আমেনা বেগম জানায়, আমার স্বামী ৩ শতক সম্পত্তি বিক্রি করছেন  আবুল খায়ের এর ছেলের কাছ  প্রায় তিন বছর পূর্বে, এখন আমার দেবর মোঃ সিরাজুল ইসলাম (৪৬) বলতেছেন  আমরা নাকি এক শতক বেশী বিক্রি করেছি। এটা সে আমাদেরকে কয়েক বার মারধর করেছে। এখন আবার চেয়ারম্যান এর অফিসে গ্রাম আদালতে মামলা করেছেন। এটার নোটিশ আসায়  এবং আমাদেরকে ধমকা ধমকি করায়।
আমার স্বামী আমাকে বলেছেন তুমি এখানে থাকলে তোমাকে মেরে ফেলবে, তার চেয়ে তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসি।সে অনুযায়ী আমাকে আমার বাবার বাড়িতে রেখে তিনি বাড়িতে চলে আসেন।  আর পরদিন সকালে খবর পাই তিনি মারা গেছেন।