কচুয়া প্রতিনিধি॥
কচুয়ায় “করিব আঁধার দূর, জ¦ালিব আলোর মশাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি সামাজিক সংগঠন আলোর মশাল সামাজিক যুব সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১ ডিসেম্বর (রবিবার) সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, আলোচনা সভা এবং স্বেচ্ছাসেবক ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০ টায় পৌরসভা কার্যালয় সংলগ্ন সড়ক থেকে বর্ণাঢ্য র্যালীটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় টেলিকনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তিনি সর্বদা সংগঠনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতির পাশাপাশি সংগঠনের সফলতা কামনা করেন।
আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইমের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ (অলি), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন, ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন প্রমূখ।
উপদেষ্টা মন্ডলীর মাঝে বক্তব্য রাখেন, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. রাকিবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সভাপতি ওমর খৈয়াম বাগাদাদী রুমি প্রমূখ।
সদস্যদের মাঝে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফরহাদ বকাউল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সুমন।
সংবর্ধিতদের মাঝে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কবি লিখক ও সাংবাদিক আলী আক্কাস তালুকদার।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি ও স্বেচ্ছাসেবকদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ ও আলোর মশালের নেতৃবৃন্দ।
ক্রেস্ট বিতরণ শেষে কেক কেটে আলোর মশালের সাফল্যেও চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করেন অতিথিবৃন্দ।
এসময় আলোর মশালের সকল সদস্যবৃন্দ, উপদেষ্টা ও বৃহত্তর কুমিল্লার প্রায় ২০ টি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সুধীজন ও গুনীজনেরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
কচুয়ায় আলোর মশালের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী ও সংবর্ধনা অনুষ্ঠান
Tag :
সর্বাধিক পঠিত