কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. এমদাদ উল্যা প্রাইভেট শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য আগের দিনই প্রশ্নপত্র ফাঁস করে দেয় বলে অভিযোগ উঠে।
গত ২৭ নভেম্বর ওই বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষার ৫ম দিন গতকাল রবিবার ৭ম শ্রেণির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আগের দিন শনিবার সন্ধ্যায় ওই বিষয়ের শিক্ষক এমদাদ উল্যা তার প্রাইভেটের শিক্ষার্থীকে হুবহু প্রশ্ন পত্র গাইড বইয়ে দাগিয়ে দেয়। রাতেই ওই দাগানো প্রশ্নপত্র একই শ্রেণির বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমো ও ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে চালাচালি হয়।
জনৈক অভিভাবক বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকদের অবহিত করলে পরদিন রবিবার কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রশ্নপত্র সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। সাংবাদিকরা বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য সকাল ৯টায় ওই বিদ্যালয়ে উপস্থিত হন। সাংবাদিকরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কলিম উল্যাহকে বিষয়টি অবহিত করলে তিনি তাঁর কাছে থাকা ৭ম শ্রেণির প্রশ্নপত্রের যাচাই করলে তা হুবহু মিলে যায়।
তবে অভিযুক্ত শিক্ষক এমদাদ উল্যা পরীক্ষার প্রশ্ন শিক্ষার্থীদের গাইডে দাগিয়ে দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেন নি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কলিম উল্যাহ জানান- প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি অবহিত হওয়া মাত্রই পরীক্ষা কমিটির সদস্যদের নিয়ে জরুরী মিটিং করে ওই বিষয়ের পরীক্ষা স্থগিত রাখি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি অবহিত হয়েছি। তদন্ত সাপেক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চলতি শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনার সাথে অভিযুক্ত শিক্ষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন অভিভাবক মহল।