মোঃ জামাল হোসেন॥
মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে, মাদককে না বলুন নিজেকে সুস্থ রাখুন, হতে চাইনা বিয়ের পাত্রী, হতে চাই স্কুল ছাত্রী, ইভটিজিংকে না বলি এবং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এ শ্লোগানকে সামনে রেখে শাহরাস্তির চিতোষী ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ খেলার শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ নভেম্বর সোমবার বিকেল ৪টায় চিতোষী ডিগ্রী কলেজ মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট খেলার উদ্ভোধন অনুষ্ঠিত হয়। চিতোষী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও মেহের ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ এম.এ. আউয়াল মজুমদার, সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয় সম্পাদক এডভোকেট ইলিয়াছ মিন্টু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উঘারিয়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক(এসআই) মোঃ আনিসুর রহমান| অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন সেন্টু, যুগ্ন আহ্বায়ক মোঃ খালেদ মোরশেদ, মোঃ নিজাম উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান রাজু, সাবেক সভাপতি মোঃ ফখরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফ হোসেন, সহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। আয়োজক সূত্রে জানায়, এ বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট খেলায় ১৬টি দল অংশ গ্রহণ করবে। প্রথম উদ্ভোধনী খেলায় চিতোষী ডিগ্রী কলেজ একাদশ ও বড়তুলা একাদশ খেলায় অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সকল অসামাজিক কাজ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ এর লক্ষ্যে এ খেলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহন করে নিজেকে গড়ে তুলতে হবে। তোমরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির কল্যানে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।