পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনসহ চাঁদপুর জেলাবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী, হাজীগঞ্জ মডেল সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি, সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিক্ষাবিদ আলহাজ¦ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।
তিনি বলেন শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ উল ফিতরের আবেদন চিরন্তন।
জনাব আলমগীর কবির পাটওয়ারী হাজীগঞ্জ পৌরবাসি’সহ চাঁদপুর জেলার সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ঈদ মানে আনন্দের বন্যা, খুশির জোয়ার। প্রতিবছর মাসব্যাপী সিয়াম সাধনার পর উচ্ছ্বাস, উদ্ভাস, আনন্দ, খুশি আর ভালবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।
ঈদ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সম্প্রীতি, সৌহর্দ্য ও ঐক্যের বন্ধন উল্লেখ করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী, হাজীগঞ্জ মডেল সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষাবিদ আলহাজ¦ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী বলেন, এ দিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়।