শাহরাস্তিতে পরিবারের নিরাপত্তা চেয়ে প্রবাসীর স্ত্রীর থানায় জিডি

  • আপডেট: ০৫:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
  • ৩৩
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তি উপজেলার বলশীদ গ্রামের মৃতঃ রুস্তুম আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম  প্রায় ৮/৯ বছর পূর্বে  রিজিকের আশায় কানাডায় পাড়ি জমায়, তার স্ত্রী লতিফা বেগম এ প্রতিনিধি কে জানান , আমার স্বামী  কানাডায় গিয়ে এ এম এয়াকুব আলী নামে জনৈক ব্যাক্তির অফিসে,  বিধি অনুযায়ী  চাকুরী নেয়। চাকুরী নেওয়ার সময় যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল,  সে সকল সুযোগ সুবিধা দেন নাই। যে পরিমানে বেতন দেওয়ার কথা ছিল তাও দেন নাই।  তাকে দিতেন পাঁচশত (৫০০) ডলার, আমার স্বামী  তার অফিসে ৩ বছর ৬ মাস চাকুরী  করেছেন। আমার স্বামীকে সকল ৬ টা থেকে রাত্রে ১২ টা পর্যন্ত কাজ করাতেন তিনি।
এ ব্যপারে আমার স্বামী কানাডায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ এম এয়াকুব আলীর বিরুদ্ধে  একটি অভিযোগ দায়ের করলে এয়াকুব আলী ক্ষিপ্ত হয়ে গত ২২/১০/২০১৯ তারিখে আমার বাড়িতে ৬জন সন্ত্রাসী  প্রকৃতির পাঠায়। তারা আমার বাড়িতে এসে আমার স্বামী কে খোজ করে, কবে আসবে, আসলে তাকে প্রাণনাশেরর হুমকি দিয়ে যায়। আমাকে এবং আমার ছেলে মেয়েকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। যার কারণে আমার স্বামী বিদেশ থেকে দেশে আসতে পারছেনা, এমতাবস্তায় আমি আমার ছেলে মেয়েদের নিরাপত্তা চেয়ে এ এম এয়াকুব আলীর বিরুদ্ধে  শাহরাস্তি থানায় একটি জি ডি করি। শাহরাস্তি থানার জিডি নং ১২৭৯ তাং২৬ /১০/২০১৯। বাদী লতিফা বেগম স্বামী মোঃ সিরাজুল ইসলাম, বলশীদ শাহরাস্তি।
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে পরিবারের নিরাপত্তা চেয়ে প্রবাসীর স্ত্রীর থানায় জিডি

আপডেট: ০৫:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তি উপজেলার বলশীদ গ্রামের মৃতঃ রুস্তুম আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম  প্রায় ৮/৯ বছর পূর্বে  রিজিকের আশায় কানাডায় পাড়ি জমায়, তার স্ত্রী লতিফা বেগম এ প্রতিনিধি কে জানান , আমার স্বামী  কানাডায় গিয়ে এ এম এয়াকুব আলী নামে জনৈক ব্যাক্তির অফিসে,  বিধি অনুযায়ী  চাকুরী নেয়। চাকুরী নেওয়ার সময় যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল,  সে সকল সুযোগ সুবিধা দেন নাই। যে পরিমানে বেতন দেওয়ার কথা ছিল তাও দেন নাই।  তাকে দিতেন পাঁচশত (৫০০) ডলার, আমার স্বামী  তার অফিসে ৩ বছর ৬ মাস চাকুরী  করেছেন। আমার স্বামীকে সকল ৬ টা থেকে রাত্রে ১২ টা পর্যন্ত কাজ করাতেন তিনি।
এ ব্যপারে আমার স্বামী কানাডায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ এম এয়াকুব আলীর বিরুদ্ধে  একটি অভিযোগ দায়ের করলে এয়াকুব আলী ক্ষিপ্ত হয়ে গত ২২/১০/২০১৯ তারিখে আমার বাড়িতে ৬জন সন্ত্রাসী  প্রকৃতির পাঠায়। তারা আমার বাড়িতে এসে আমার স্বামী কে খোজ করে, কবে আসবে, আসলে তাকে প্রাণনাশেরর হুমকি দিয়ে যায়। আমাকে এবং আমার ছেলে মেয়েকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। যার কারণে আমার স্বামী বিদেশ থেকে দেশে আসতে পারছেনা, এমতাবস্তায় আমি আমার ছেলে মেয়েদের নিরাপত্তা চেয়ে এ এম এয়াকুব আলীর বিরুদ্ধে  শাহরাস্তি থানায় একটি জি ডি করি। শাহরাস্তি থানার জিডি নং ১২৭৯ তাং২৬ /১০/২০১৯। বাদী লতিফা বেগম স্বামী মোঃ সিরাজুল ইসলাম, বলশীদ শাহরাস্তি।