কচুয়া আশরাফপুরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই সহ পরিবারের চারজন আহত হয়েছে। আহতদের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় কচুয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায় কচুয়া উপজেলার আশরাফুল গ্রামের মুসল্লী বাড়ির মৃত হাফেজ মোহাম্মদ ইমরানের ছোট দুই ছেলে সাখাওয়াত ও শাহাদাত মিলে পূর্ব শত্রুতার জের বড় ভাই আবু
ইউছুফ শামীম সহ পরিবারের চারজনকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মারাত্মকভাবে আহত করে। আহতরা হলেন মোঃ আবু ইউসুফ শামীম পিতা মৃত হাফেজ মোঃ ইমরান, তানজিনা আক্তার কাকন
(৩৭) স্বামী মোহাম্মদ আবু ইউসুফ শামীম, মোহাম্মদ নাজমুল হাসান (২৩), জান্নাতুল ফেরদাউস ইনতিয়া(১০) সর্ব পিতাঃ মোঃ আবু ইউসুফ শামীম ।
গত মঙ্গলবার ১৫ এপ্রিল দুপুরে, বাদীর ঘরের সামনে্ এ ঘটনা ঘটে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে, তাদেরকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে নাজমুল হাসান (২৩)বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে কচুয়া থানায় একটি এজাহার করেন।
এজাহার ভুক্তরা হলেন ১/মোঃ শাহাদাত হোসেন (৩৯)মোঃ সাখাওয়াত (৩৩)সর্ব পিতা মৃত হাফেজ মোঃ এমরান, ৩/জান্নাতুল ফেরদৌস (২৮)স্বামী মোঃ শাহাদাত হোসেন সর্ব সাং আশরাফপুর মুসল্লীবাড়ি, কচুয়া চাঁদপুর। আপন ভাইদের হাতে বড় ভাই, ভাবি ও তাদের সন্তানদের ওপর নৃশংস হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন, এলাকাবাসী।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, অভিযোগটি পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।