ওমর ফারুক সাইম॥
কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের শাহারপাড় গ্রামের রব ডাক্তার বাড়ির মৃত আঃ রব ডাক্তারের ছেলে ফয়েজ আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৬মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা ফয়েজ আহমেদের বাড়িটি লকডাউন ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক প্রদিপ চন্দ্র সরকার, কচুয়া থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন মিয়াসহ পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহরিয়া শাহিন ও ইউপি সদস্য জহির মোল্লা প্রমূখ।
জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত ফয়েজ আহমেদের ঢাকায় ঔষধের ফার্মেসি রয়েছে। ঢাকাতে তার নমুনা সংগ্রহের পর পজেটিভ রিপোর্ট শুনে গত (৩০এপ্রিল) বৃহস্পতিবার ফয়েজ আহমেদ বাড়িতে এসে নিজ ঘরে সতর্ক অবস্থানে থাকে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা জানান, সাহারপাড়ের ফয়েজ আহমেদের করোনা পজিটিভ নিশ্চিত হয়ে আমরা তার বাড়িটি লকডাউন করেছি।