ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সংখ্যালঘুর উপর হামলা : আহত- ২, থানায় মামলা

  • আপডেট: ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯
  • ১৪১

মোহাম্মদ হাবিব উল্যাহ:
প্রতিবেশী কর্তৃক জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টাকারীদের বাধা দেয়ায় হাজীগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় জীবন কৃষ্ণ (৭০) ও লক্ষ্মী রানী (৪০) নামের বাবা ও মেয়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকালে পৌরসভাধীন ২নং ওয়ার্ড ধেররা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জীবন কৃষ্ণ জানান, তার সম্পত্তির উপর দিয়ে প্রতিবেশী শাহআলম জোরপূর্বক রাস্তা নির্মাণ ও দুলূ (দুলাল), জাকির এবং আকতার সীমানা পিলার দিয়ে সম্পত্তি দখল করতে আসলে তিনি ও তার পরিবার বাধা দেন। এ সময় শাহআলম তার উপর এবং দুলু, জাকির ও আকতার তার পরিবারের উপর অতর্কিত হামলা হামলা চালিয়ে মারধর করেন। তাদের মারধরে তিনি ও তার মেয়ে গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
তিনি আরো বলেন, আমার সম্পত্তি দখলে তারা (শাহআলম, দুলু, জাকির ও আকতার) পূর্ব থেকে পায়তারা করে আসছে। বিষয়টি জানতে পেরে তাদের বিরুদ্ধে পৌরসভায় লিখিত অভিযোগ দেই। আমাদের লিখিত অভিযোগের ভিক্তিতে পৌরসভা থেকে সমাধানের জন্য দু’পক্ষকেই নোটিশ করা হয়েছে। এ ঘটনায় আইনের আশ্রয় নিবেন বলে তিনি জানান।
এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে, মারধরের অভিযোগ অস্বীকার করেন শাহআলম। তবে তিনি রাস্তা নির্মাণের বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় অভিযুক্ত অপর পক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে পৌর প্যানেল মেয়র- ১ রায়হানুর রহমান জনি বলেন, বিষয়টি মিমাংসার লক্ষ্যে রবিবার দু’পক্ষকে পৌরসভায় আসতে নোটিশ করা হয়েছে এবং তাদেরকে স্থিতিশীল অবস্থায় থাকতে বলা হয়েছে। কিন্তু তারা পৌরসভার সিদ্ধান্ত না মেনে অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছে, তা দু:খজনক।
মারধর সর্ম্পকে তিনি বলেন, দুলু, জাকির ও আকতার কর্তৃক জীবন কৃষ্ণের পরিবারকে মারধর করার বিষয়টি জানতে পেরেছি। তবে শাহআলমের মারধরের বিষয়টি শুনিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

শাহরাস্তিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হাজীগঞ্জে সংখ্যালঘুর উপর হামলা : আহত- ২, থানায় মামলা

আপডেট: ১১:৩৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০১৯

মোহাম্মদ হাবিব উল্যাহ:
প্রতিবেশী কর্তৃক জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টাকারীদের বাধা দেয়ায় হাজীগঞ্জে সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় জীবন কৃষ্ণ (৭০) ও লক্ষ্মী রানী (৪০) নামের বাবা ও মেয়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকালে পৌরসভাধীন ২নং ওয়ার্ড ধেররা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জীবন কৃষ্ণ জানান, তার সম্পত্তির উপর দিয়ে প্রতিবেশী শাহআলম জোরপূর্বক রাস্তা নির্মাণ ও দুলূ (দুলাল), জাকির এবং আকতার সীমানা পিলার দিয়ে সম্পত্তি দখল করতে আসলে তিনি ও তার পরিবার বাধা দেন। এ সময় শাহআলম তার উপর এবং দুলু, জাকির ও আকতার তার পরিবারের উপর অতর্কিত হামলা হামলা চালিয়ে মারধর করেন। তাদের মারধরে তিনি ও তার মেয়ে গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
তিনি আরো বলেন, আমার সম্পত্তি দখলে তারা (শাহআলম, দুলু, জাকির ও আকতার) পূর্ব থেকে পায়তারা করে আসছে। বিষয়টি জানতে পেরে তাদের বিরুদ্ধে পৌরসভায় লিখিত অভিযোগ দেই। আমাদের লিখিত অভিযোগের ভিক্তিতে পৌরসভা থেকে সমাধানের জন্য দু’পক্ষকেই নোটিশ করা হয়েছে। এ ঘটনায় আইনের আশ্রয় নিবেন বলে তিনি জানান।
এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে, মারধরের অভিযোগ অস্বীকার করেন শাহআলম। তবে তিনি রাস্তা নির্মাণের বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় অভিযুক্ত অপর পক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে পৌর প্যানেল মেয়র- ১ রায়হানুর রহমান জনি বলেন, বিষয়টি মিমাংসার লক্ষ্যে রবিবার দু’পক্ষকে পৌরসভায় আসতে নোটিশ করা হয়েছে এবং তাদেরকে স্থিতিশীল অবস্থায় থাকতে বলা হয়েছে। কিন্তু তারা পৌরসভার সিদ্ধান্ত না মেনে অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছে, তা দু:খজনক।
মারধর সর্ম্পকে তিনি বলেন, দুলু, জাকির ও আকতার কর্তৃক জীবন কৃষ্ণের পরিবারকে মারধর করার বিষয়টি জানতে পেরেছি। তবে শাহআলমের মারধরের বিষয়টি শুনিনি।