ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় নানান বাড়ীতে বেড়াতে এসে মো. আরাফাত হোসেন (৪) নামের এক শিশু বাস চাপায় মৃত্যু হয়েছে। গতকাল বুধবার কচুয়া-কাশিমপুর সড়কের বাতাবাড়ীয়া বাজারে এ দূর্ঘটনা ঘটে। শিশু আরাফত হোসেন কুমিল্লার চান্দিনার নবাবপুর গ্রামের মোঃ আশেক আলীর ছেলে।
নিহত শিশুর নানা মনপুরা গ্রামের বাসিন্দা, ইউপি সদস্য মো. ওয়াবেদ মিয়া জানান, বেলা ১টার দিকে আরাফত হোসেন বাসা থেকে রাস্তায় আসলে হঠাৎ দ্রুতগামী একটি সুরমা বাস (ঢাকা মেট্রো ১৫-৬৬৭) তাকে চাপা দেয়।
খবর পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে ঘাটক বাস চালক পালানোর চেষ্টা কালে তাকে আটক করেছে উত্তেজিত এলাকাবাসী। পরে পুলিশ তাকে জনতার রোশানল থেকে কচুয়া থানায় নিয়ে আসে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।