• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১০ নভেম্বর, ২০১৯

চাঁদপুর চরাঞ্চলের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১৪ হাজার ২শ’ জন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুর:

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় চাঁদপুর জেলার ৪টি উপজেলার প্রায় ১৪ হাজার ২শ’ জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।  শনিবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। সকাল থেকে  আশ্রয়কারীরা নিজ নিজ বাড়ীতে চলে যাচ্ছেন বলে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানাগেছে।

চাঁদপুর জেলায় সর্বমোট আশ্রয় কেন্দ্র রয়েছে ৩শ’ ১১টি। তার মধ্য চাঁদপুর সদর উপজেলা, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ এ চার উপজেলায় ১৪ হাজার ২শ’ পুরুষ, মহিলা ও শিশুরা আশ্রয় নিয়েছে।

শনিবার রাত ৯টায় নতুনেরকথাকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ।

তিনি জানান চাঁদপুর জেলার ৪টি উপজেলা চাঁদপুর সদর উপজেলা, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ’র প্রায় ১৪ হাজার ২শ’ জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন। সর্বমোট আশ্রয় কেন্দ্র রয়েছে ৩শ’ ১১টি।

আশ্রয় কেন্দ্রে পুরুষ, মহিলা ও শিশুরা অবস্থান করছেন। তিনি আরো জানান, আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষদেরকে শুকনো খাবার প্রদান করা হয়েছে। এছাড়া মেডিকেল টিমও তাদেরকে তত্বাবধানয় করছেন।

(শরীফুল ইসলাম)

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!