ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি :
ফরিদগঞ্জে ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনের সময় কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার রায়ে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী লিটন উকিলকে আটক করেছে পুলিশ । সে উপজেলার ২ নং বালিথুবা পুর্ব ইউনয়নের বালিথুবা গ্রামের সহিদুল্লাহ উকিলের ছেলে। বৃহস্পতিবার রাতে লিটনকে আটকের পর শুক্রবার সকালে চাঁদপুর আদালতে তাকে প্রেরন করে পুলিশ।
পুলিশ জানায়, ফরিদগঞ্জে ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনের সময় একটি কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে লিটন উকিলের বিরুদ্ধে তখন মামলা হয়। সে মামলায় চলতি বছরের ৮ সেপ্টেম্বর চাঁদপুরের সিনি: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: কামাল হোসাইন লিটনকে এক ধারায় তিন বছরের সশ্রম কারাদন্ড ও অপর এক ধারায় তিন বছরের বিনাশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। পরে বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ থানার এএসআই রবিউল ইসলাম তাকে আটক করে। পরে শুক্রবার চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রকিব লিটন উকিলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম:
ফরিদগঞ্জে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
Tag :
সর্বাধিক পঠিত