notunerkotha.com
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আগামীতে এই সম্পর্ক আরও গভীরতর হবে। আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য রয়েছে। ভারতে বিদেশ থেকে যে পরিমাণ লোক যায়, তার মধ্যে বাংলাদেশের মানুষের সংখ্যা বেশি। গত বছর আমরা ১৫ লাখ ভিসা দিয়েছি। মানুষে মানুষে যে সম্পর্ক তা আমাদের দুই দেশের মধ্যে ব্যাপকভাবে রয়েছে।এক কথায় বাংলাদেশ-ভারত সম্পর্ক সোনালী অধ্যায়।
আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামীতে বাংলাদেশ ভারতের সম্পর্ক যাতে আরও গভীর হয় সে লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।
মঙ্গলবার দুপুরে কাহারোল উপজেলার দীপ্ত জীবন হাসপাতালে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ দীপ্ত জীবন হাসপাতালে পৌছলে তাকে সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানান মনোরঞ্জন শীল গোপাল এমপি। পরে দীপ্ত জীবন ফাউন্ডেশনের দীপ্ত জীবন হাসপাতালের সৌজন্যে ৬টি হুইল চেয়ার ও ১৫টি সেলাই মেশিন প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি রীভা গাঙ্গুলী দাশ।
এসময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।
মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, প্রত্যেক ক্লান্তি লগ্নে ভারত আমাদের পাশে ছিল। যা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে। হাসপাতালের বর্ণনা দিয়ে এমপি গোপাল বলেন, বিগত ৫ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করে আসছে। এই হাসপাতালের অধীনে দুটি প্রতিবন্ধী স্কুল ও একটি বৃদ্ধাশ্রম পরিচালনা করা হয়।
এর আগে, বেলা ১২টায় ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন শেষে কান্তজীউ মন্দির পরিদর্শন করেন রীভা গাঙ্গুলী। পরে মন্দিরে ছোট্ট পরিসরে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিকের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথি রিভা গাঙ্গুলী দাশকে ফুলেল শুভেচ্ছা জানান মনোরঞ্জন শীল গোপাল এমপি।
পরে মন্দির প্রবেশ সড়ক দ্বীপে সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলনের বিপ্লবীদের স্মরণে স্মারক ভাস্কর্য তেভাগা চত্বর পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
দিনব্যাপী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, ভারতীয় হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) নবনিতা চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সার্কেল এসপি সুশান্ত সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, কাহারোল নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রমুখ।