ট্যাংকার আটকের চেষ্টা করলেেএর পরিণতি হবে ভয়াবহ, ইরানের হুশিয়ারি

  • আপডেট: ০২:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
  • ৩০

আন্তর্জাতিক ডেস্ক:

দেড় মাস আটক থাকার পর জিব্রাল্টার প্রণালী থেকে মুক্তিপ্রাপ্ত ইরানি সুপার তেল ট্যাংকারটি আটকের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি করেছে ইরান। ইরানগামী তেল ট্যাংকারটি আটকের চেষ্টা করা হলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেছে দেশটি।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেন, যদি মুক্ত হওয়া ইরানি তেল ট্যাংকার আটকের কোনো চেষ্টা চালানো হয় এমনকি এ বিষয়ে কোনো আলাপ আলোচনা করা হয় তাহলে এটি হবে স্বাধীন জাহাজ চলাচলের জন্য সরাসরি হুমকি।

তিনি বলেন, ইরান আনুষ্ঠানিকভাবে বিশেষ করে সুইজারল্যান্ডের দূতাবাসের মাধ্যমে মার্কিন কর্তৃপক্ষের প্রতি যথাযথ হুশিয়ারি বার্তা পাঠিয়ে এ ধরনের পদক্ষেপ না নেয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। কারণ এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে।

দেড় মাস আটক থাকার পর সোমবার নাম পাল্টে জিব্রাল্টার বন্দর ত্যাগ করেছে ইরানি সুপার তেল ট্যাংকার গ্রেস-১।

বর্তমানে এটির নাম পরিবর্তন করে আদরিয়ান দারিয়া-১ রাখা হয়েছে। এর আগে ব্রিটিশ নৌবাহিনীর হাতে আটক হওয়ার সময় এটির নাম ছিল গ্রেস-১।

জিব্রাল্টার বন্দর ত্যাগ করে সোমবার আদরিয়ান দারিয়া-১ পূর্বদিকে ভূমধ্যসাগর অভিমুখে রওনা দিলেও এটির গন্তব্য এখনও স্পষ্ট নয়। এর আগে জিব্রাল্টারের স্থানীয় সরকার রোববার তেল ট্যাংকারটি আমেরিকার কাছে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করে।

বৃহস্পতিবার জিব্রাল্টারের সুপ্রিমকোর্ট তেল ট্যাংকারটি মুক্ত করে দেয়ার নির্দেশ দেয়ার পর শুক্রবার মার্কিন বিচার বিভাগ এটিকে আমেরিকার কাছে হস্তান্তরের অনুরোধ করেছিল।

লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়িদিজেনাদ এক টুইটার বার্তায় তার দেশের সুপার তেল ট্যাংকারের জিব্রাল্টার ত্যাগের খবর নিশ্চিত করে লিখেছেন, এই মুহূর্তে আমি নিশ্চিত করছি যে, ৪৫ দিন জিব্রাল্টারের বন্দরে আটক থাকার পর ইরানি তেলবাহী ট্যাংকারটি আন্তর্জাতিক পানিসীমার দিকে যাত্রা শুরু করেছে।

ব্রিটিশ নৌবাহিনী গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালির আন্তর্জাতিক পানিসীমা থেকে ২১ লাখ ব্যারেল তেলবাহী ইরানি ট্যাংকারটি আটক করে।

ট্যাংকারটি সিরিয়ায় যাচ্ছিল বলে দাবি করে ব্রিটেন জানায়, সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে ইরানি তেল ট্যাংকার আটক করা হয়েছে।

কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো জানায়, ইরানের ওপর আরোপিত আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা কার্যকর করতে ওয়াশিংটনের অনুরোধে লন্ডন এটিকে আটক করে।

এর পর কূটনৈতিক চ্যানেলে ইরানের ব্যাপক প্রচেষ্টার পর গত বৃহস্পতিবার জিব্রাল্টারের সুপ্রিমকোর্ট সুপার তেল ট্যাংকারটি মুক্ত করার নির্দেশ দেন।

কিন্তু শনিবার মার্কিন বিচার বিভাগ তেল ট্যাংকারটিকে মুক্ত না করে আমেরিকার কাছে হস্তান্তর করার জন্য জিব্রাল্টারকে অনুরোধ জানান।

জিব্রাল্টার রোববার সরাসরি আমেরিকার অনুরোধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে ট্যাংকারটি জিব্রাল্টার ত্যাগের নির্দেশ দেয়।

Tag :
সর্বাধিক পঠিত

দ্রুতই সমাজে অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে : ডিসি চাঁদপুর

ট্যাংকার আটকের চেষ্টা করলেেএর পরিণতি হবে ভয়াবহ, ইরানের হুশিয়ারি

আপডেট: ০২:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক:

দেড় মাস আটক থাকার পর জিব্রাল্টার প্রণালী থেকে মুক্তিপ্রাপ্ত ইরানি সুপার তেল ট্যাংকারটি আটকের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি করেছে ইরান। ইরানগামী তেল ট্যাংকারটি আটকের চেষ্টা করা হলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেছে দেশটি।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেন, যদি মুক্ত হওয়া ইরানি তেল ট্যাংকার আটকের কোনো চেষ্টা চালানো হয় এমনকি এ বিষয়ে কোনো আলাপ আলোচনা করা হয় তাহলে এটি হবে স্বাধীন জাহাজ চলাচলের জন্য সরাসরি হুমকি।

তিনি বলেন, ইরান আনুষ্ঠানিকভাবে বিশেষ করে সুইজারল্যান্ডের দূতাবাসের মাধ্যমে মার্কিন কর্তৃপক্ষের প্রতি যথাযথ হুশিয়ারি বার্তা পাঠিয়ে এ ধরনের পদক্ষেপ না নেয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। কারণ এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে।

দেড় মাস আটক থাকার পর সোমবার নাম পাল্টে জিব্রাল্টার বন্দর ত্যাগ করেছে ইরানি সুপার তেল ট্যাংকার গ্রেস-১।

বর্তমানে এটির নাম পরিবর্তন করে আদরিয়ান দারিয়া-১ রাখা হয়েছে। এর আগে ব্রিটিশ নৌবাহিনীর হাতে আটক হওয়ার সময় এটির নাম ছিল গ্রেস-১।

জিব্রাল্টার বন্দর ত্যাগ করে সোমবার আদরিয়ান দারিয়া-১ পূর্বদিকে ভূমধ্যসাগর অভিমুখে রওনা দিলেও এটির গন্তব্য এখনও স্পষ্ট নয়। এর আগে জিব্রাল্টারের স্থানীয় সরকার রোববার তেল ট্যাংকারটি আমেরিকার কাছে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করে।

বৃহস্পতিবার জিব্রাল্টারের সুপ্রিমকোর্ট তেল ট্যাংকারটি মুক্ত করে দেয়ার নির্দেশ দেয়ার পর শুক্রবার মার্কিন বিচার বিভাগ এটিকে আমেরিকার কাছে হস্তান্তরের অনুরোধ করেছিল।

লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়িদিজেনাদ এক টুইটার বার্তায় তার দেশের সুপার তেল ট্যাংকারের জিব্রাল্টার ত্যাগের খবর নিশ্চিত করে লিখেছেন, এই মুহূর্তে আমি নিশ্চিত করছি যে, ৪৫ দিন জিব্রাল্টারের বন্দরে আটক থাকার পর ইরানি তেলবাহী ট্যাংকারটি আন্তর্জাতিক পানিসীমার দিকে যাত্রা শুরু করেছে।

ব্রিটিশ নৌবাহিনী গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালির আন্তর্জাতিক পানিসীমা থেকে ২১ লাখ ব্যারেল তেলবাহী ইরানি ট্যাংকারটি আটক করে।

ট্যাংকারটি সিরিয়ায় যাচ্ছিল বলে দাবি করে ব্রিটেন জানায়, সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে ইরানি তেল ট্যাংকার আটক করা হয়েছে।

কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো জানায়, ইরানের ওপর আরোপিত আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা কার্যকর করতে ওয়াশিংটনের অনুরোধে লন্ডন এটিকে আটক করে।

এর পর কূটনৈতিক চ্যানেলে ইরানের ব্যাপক প্রচেষ্টার পর গত বৃহস্পতিবার জিব্রাল্টারের সুপ্রিমকোর্ট সুপার তেল ট্যাংকারটি মুক্ত করার নির্দেশ দেন।

কিন্তু শনিবার মার্কিন বিচার বিভাগ তেল ট্যাংকারটিকে মুক্ত না করে আমেরিকার কাছে হস্তান্তর করার জন্য জিব্রাল্টারকে অনুরোধ জানান।

জিব্রাল্টার রোববার সরাসরি আমেরিকার অনুরোধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে ট্যাংকারটি জিব্রাল্টার ত্যাগের নির্দেশ দেয়।