যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও ইরানের ট্যাংকার নিঃশর্তে ছেড়ে দিল জিব্রাল্টা

  • আপডেট: ০৬:৫১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯
  • ৫৩

আন্তর্জাতিক ডেস্ক:

প্রায় দেড় মাস আটক থাকার পরে ইরানের একটি তেলবাহী সুপার ট্যাংকার মুক্তি দিল জিব্রাল্টার সরকার।

যুক্তরাষ্ট্রের আপত্তি থাকা সত্ত্বেও বৃহস্পতিবার তেলবাহী এই বিশাল জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, জুলাইয়ের শুরুতে সিরিয়া যাওয়ার পথে স্পেন উপকূলের ব্রিটিশ উপনিবেশ জিব্রাল্টারের ইউরোপা পয়েন্টে আটক করা হয় পানামার জাতীয় পতাকা লাগানো ইরানের তেলবাহী ট্যাংকারটি। আটক করা হয় জাহাজের ক্যাপ্টেন, মাস্টার, চিফ অফিসার এবং দুজন সেকেন্ড মেটকেও।

ইউরোপীয় ইউনিয়নের নিয়ম বহির্ভূতভাবে নির্ধারিত ওজনের চেয়ে বেশি পরিমাণ অপরিশোধিত তেল বহন করার অভিযোগ ট্যাংকারটি আটক করা হয়েছিল।

তবে বৃহস্পতিবার এক বিবৃতিতে জিব্রাল্টার কর্তৃপক্ষ জানায়, ‘জাহাজের ক্যাপ্টেন ও তার অধস্তন কর্মীদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিয়েছে পুলিশ।’

একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেস ১ ট্যাংকারটিকে মুক্তি না দিতে আবেদন জানিয়েছিল যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়।

এদিন বিষয়টি জিব্রাল্টারের সুপ্রিম কোর্টে শুনানিতে আমেরিকার সেই দাবি নাকচ করে ইরানের ট্যাংকারটিকে ক্যাপ্টেন ও কর্মীসহ মুক্তি দেয় জিব্রাল্টার কর্তৃপক্ষ।

মুক্তি পাওয়ার পরে ট্যাংকারের ভারতীয় ক্যাপ্টেন এক বিবৃতিতে বলেন, ‘মুক্তির জন্য আমি কৃতজ্ঞ। আমাদের মুক্তির জন্য আইনি দলের সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাই।’

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও ইরানের ট্যাংকার নিঃশর্তে ছেড়ে দিল জিব্রাল্টা

আপডেট: ০৬:৫১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক:

প্রায় দেড় মাস আটক থাকার পরে ইরানের একটি তেলবাহী সুপার ট্যাংকার মুক্তি দিল জিব্রাল্টার সরকার।

যুক্তরাষ্ট্রের আপত্তি থাকা সত্ত্বেও বৃহস্পতিবার তেলবাহী এই বিশাল জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, জুলাইয়ের শুরুতে সিরিয়া যাওয়ার পথে স্পেন উপকূলের ব্রিটিশ উপনিবেশ জিব্রাল্টারের ইউরোপা পয়েন্টে আটক করা হয় পানামার জাতীয় পতাকা লাগানো ইরানের তেলবাহী ট্যাংকারটি। আটক করা হয় জাহাজের ক্যাপ্টেন, মাস্টার, চিফ অফিসার এবং দুজন সেকেন্ড মেটকেও।

ইউরোপীয় ইউনিয়নের নিয়ম বহির্ভূতভাবে নির্ধারিত ওজনের চেয়ে বেশি পরিমাণ অপরিশোধিত তেল বহন করার অভিযোগ ট্যাংকারটি আটক করা হয়েছিল।

তবে বৃহস্পতিবার এক বিবৃতিতে জিব্রাল্টার কর্তৃপক্ষ জানায়, ‘জাহাজের ক্যাপ্টেন ও তার অধস্তন কর্মীদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিয়েছে পুলিশ।’

একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেস ১ ট্যাংকারটিকে মুক্তি না দিতে আবেদন জানিয়েছিল যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়।

এদিন বিষয়টি জিব্রাল্টারের সুপ্রিম কোর্টে শুনানিতে আমেরিকার সেই দাবি নাকচ করে ইরানের ট্যাংকারটিকে ক্যাপ্টেন ও কর্মীসহ মুক্তি দেয় জিব্রাল্টার কর্তৃপক্ষ।

মুক্তি পাওয়ার পরে ট্যাংকারের ভারতীয় ক্যাপ্টেন এক বিবৃতিতে বলেন, ‘মুক্তির জন্য আমি কৃতজ্ঞ। আমাদের মুক্তির জন্য আইনি দলের সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাই।’