এবার হজে গিয়ে ৮ নারীর সন্তান প্রশব

  • আপডেট: ০৪:০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯
  • ৫৯

অনলাইন ডেস্ক:

এ বারের হজে সৌদি আরবে গিয়ে রেকর্ড সংখ্যক নারী হজযাত্রী সন্তান প্রশব করেছেন। দেশটির স্বান্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ বছর মক্কা, মিনা ও আরাফাতে আটজন নারী তাদের সন্তান প্রশব করেছেন।

এর আগে কোন বছর হজে গিয়ে এতো সংখ্যাক নারী সন্তান প্রশব করেননি। খবর আরব নিউজের। এর মধ্যে মক্কায় ৫, আরাফাতে ২ এবং মিনায় এক নারী হজযাত্রী সন্তান জন্ম দেন। প্রথম সন্তানটি হজের দ্বিতীয় দিন গত ১০ আগষ্ট পবিত্র আরাফাতের ময়দায়ে হজের আনুষ্ঠানিকতা পালন করার প্রশব করেন লিবীয় এক নারী।

জাবাল-আল রহমান হাসপাতালে ভর্তি ৪০ বয়সী ওই লিবীয় নারীর ছেলে সন্তানের নাম রাখায় হয় আরাফাত। নবজাতক ও তার মা সুস্থ থাকায় ওই নারীর স্বামী আশান ইউসুফ হাসপাতালে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞকা জানিয়েছেন।

 শনিবার দুপুরে পূর্ব আরাফাত হাসপাতলে গানার হজযাত্রী ময়মুনা আলী (২৩) সন্তান জন্ম দেন। নবজকটির বাবা আবু বকর সৌদির ক্রাউন প্রিন্সের নামানুসারে ছেলের নাম রাখেন মো. সালমান।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কলেজে ছাত্রদলের উপর ছাত্র শিবিরের হামলা

এবার হজে গিয়ে ৮ নারীর সন্তান প্রশব

আপডেট: ০৪:০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯

অনলাইন ডেস্ক:

এ বারের হজে সৌদি আরবে গিয়ে রেকর্ড সংখ্যক নারী হজযাত্রী সন্তান প্রশব করেছেন। দেশটির স্বান্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ বছর মক্কা, মিনা ও আরাফাতে আটজন নারী তাদের সন্তান প্রশব করেছেন।

এর আগে কোন বছর হজে গিয়ে এতো সংখ্যাক নারী সন্তান প্রশব করেননি। খবর আরব নিউজের। এর মধ্যে মক্কায় ৫, আরাফাতে ২ এবং মিনায় এক নারী হজযাত্রী সন্তান জন্ম দেন। প্রথম সন্তানটি হজের দ্বিতীয় দিন গত ১০ আগষ্ট পবিত্র আরাফাতের ময়দায়ে হজের আনুষ্ঠানিকতা পালন করার প্রশব করেন লিবীয় এক নারী।

জাবাল-আল রহমান হাসপাতালে ভর্তি ৪০ বয়সী ওই লিবীয় নারীর ছেলে সন্তানের নাম রাখায় হয় আরাফাত। নবজাতক ও তার মা সুস্থ থাকায় ওই নারীর স্বামী আশান ইউসুফ হাসপাতালে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞকা জানিয়েছেন।

 শনিবার দুপুরে পূর্ব আরাফাত হাসপাতলে গানার হজযাত্রী ময়মুনা আলী (২৩) সন্তান জন্ম দেন। নবজকটির বাবা আবু বকর সৌদির ক্রাউন প্রিন্সের নামানুসারে ছেলের নাম রাখেন মো. সালমান।