• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ১১ আগস্ট, ২০১৯

গোপনে শক্তিশালী ড্রোনের পরীক্ষা চালাল রাশিয়া

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

আন্তর্জাতিক ডেস্ক:

গোটা বিশ্বজুড়ে চলছে অস্ত্র প্রতিযোগিতা। প্রত্যেকটি দেশ নিজেদের শক্তি বাড়াচ্ছে। অস্ত্র প্রতিযোগিতায় যদিও সমস্ত দেশকে ছাড়িয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে রাশিয়া। একের পর এক নতুন অস্ত্র আবিষ্কার করে যাচ্ছেন রাশিয়ার সামরিক বিজ্ঞানীরা। সম্প্রতি শক্তিশালী কম্ব্যাট ড্রোনের পরীক্ষা চালাল রাশিয়ান সামরিক বাহিনী। আখোৎনিক নামের অত্যাধুনিক এই ড্রোন প্রথমবারের মতো পরীক্ষামূলক ফ্লাইট চালালো। গত ৩ আগস্ট রাশিয়ার একটি গোপন বিমান ঘাঁটি থেকে সব থেকে আধুনিক ড্রোনটি ওড়ানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ড্রোনের প্রথম ফ্লাইট ২০ মিনিট স্থায়ী হয় এবং এটি ৬০০ মিটার উচ্চতায় ওঠে। পরে ড্রোনটি সফল ভাবে সঙ্গে সঙ্গে অবতরণ করতে সক্ষম হয়। ড্রোনটির ডিজাইন করেছে সুখোই ডিজাইন ব্যুরো। এতে রয়েছে অপটিক্যাল ইলেক্ট্রনিক ও রেডিও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এসইউ-৭০ মডেলের ড্রোনটিতে স্টিলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এই বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। তবে যুদ্ধক্ষেত্রে এই ড্রোন কী পরিমাণ এবং কী ধরনের অস্ত্র বহন করতে পারবে সে সম্পর্কে কিছু জানা যায় নি। গত জানুয়ারি মাসে প্রথম এই ড্রোনের খবর প্রকাশ্যে আসে। যদিও সেই সময় রাশিয়ান সামরিক বিভাগ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয় না। এরপর বহুবার খবর প্রকাশ্যে আসে যে রাশিয়া গোপনে অত্যাধুনিক একটি ড্রোন তৈরির কাজ করছে। অবশেষে সেই ড্রোনের ছবি প্রকাশ্যে আনল সে দেশের সেনাবাহিনী। খবর কলকাতা 24×7 এর।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!