চাঁদপুরে তাবলিগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমায় ৩০ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেছে। শনিবার বাদ জোহর বয়ান শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে পুরে মাঠ প্রকম্পিত হয়ে উঠে।
এর আগে বৃহস্পতিবার বাদ ফজর থেকে চাঁদপুরে শুরু হয় তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা। চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার স্টার আলকায়েত জুট মিলের উল্টো দিকে বালুর মাঠে তাবলিগ জামাতের জেলা ইজতেমায় আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, ফ্রান্স, মালয়েশিয়া, শ্রীলংকা, ফিলিস্তিন, সিঙ্গাপুর, মিশর ও মরক্কো থেকে আসা মেহমানরাও অংশগ্রহণ করেন।
শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এ ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের সূরা প্রধান মাওলানা মনির বিন ইউসুফ। আখেরি মোনাজাতে অনেক মুসল্লি কান্নায় ভেঙ্গে পড়েন।
তাবলিগ জামাতের চাঁদপুরের মুরুব্বী হযরত মাওলানা আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আমবয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়। ইজতেমায় ঈমানের ওপর আল্লাহর একত্মবাদ এবং রাসুল পাক (সা.) এর রেসালাত, আখলাক আখেরাতের আলোচনা করা হয়।
তিনি আরো জানান, ইজতেমায় আসা মুসল্লিদের মাধ্যমে প্রায় ২০টির অধিক জামাত তৈরি হয়েছে। তারা দ্বীনের দাওয়াতে দেশের বিভিন্ন এলাকা সফর করবেন।
চাঁদপুরের জেলা ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নেয়া বাদশা ভূইয়া জানান, আল্লাহকে রাজি খুশি করতে ইজতেমায় অংশগ্রহণ করে, আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছি। আবহাওয়া অনুকুলে থাকায় ইজতেমায় দূরদুরান্ত থেকে অনেক মানুষ অংশগ্রহণ করেছে।
ইজতেমায় অংশ নেয়া চাঁদপুরের কচুয়া থেকে আসা মুসল্লি জানান, আয়োজন খুবই সুন্দর, বিভিন্ন জামায়াতে অংশ নিয়ে থাকলে খাওয়া দাওয়ার কোন সমস্যা হয়না।
ফ্রান্স থেকে আসা এক তাবলীগি ভাই, মুহাম্ম জানান, বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এখানের মানুষ অনেক অতিথি পরায়ণ, আল্লাহ ভক্ত। আল্লাহ সবাইকে দিনের দাওয়াতের জন্য কবুল করুন।