• ঢাকা
  • শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৩

৫৩৫টি চায়না দুয়ারি চাঁই জাল আগুনে পুড়িয়ে ধবংস

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-নতুনেরকথা।

চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদীতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জব্দ ৫৩৫টি চায়না দুয়ারি চাঁই জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ডাকাতিয়া নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

রাতে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলায় আজ সকাল ৮ টা হতে  বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর এর যৌথ উদ্যোগে  ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ডাকাতিয়া  নদীতে ভ্রাম্যন আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫৩৫ টি চায়না দুয়ারি চাঁই জাল জব্দ করে আগুনে পুড়ানো হয়।

ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ডের টহল সদস্যরা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!