ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে শেষ হলো সাত পরিবারের স্বপ্ন

  • আপডেট: ০১:১৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • ৩৬

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় একই বাড়ির ৭টি পরিবারের ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার(১৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি গ্রামের হাটখোলা বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে অর্ধ কোটি টাকার সম্পদ ভষ্মীভূত হয়েছে হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই বাড়ির সিরাজুল ইসলামের বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহুর্তে আগুণ ছড়িয়ে পড়লে পাশে থাকা মাইনুদ্দিন, শফিউল্লাহর বসতঘরসহ মোট ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় জীবন বাচাতে বাড়ির লোকজন নিরাপদে আশ্রয় নেয়।

 

প্রায় এক ঘন্টার আগুণের ভয়াল থাবায় ওই ৭টি পরিবারের নগদ টাকা,স্বর্ণলঙ্কার,মোবাইল, দলিলাদি, খাবার ও ফার্নিচারের আসবাবপত্র এমনকি শিশুদের বইসহ শিক্ষাউপকরণ পর্যন্ত পুড়ে ধূলোয় মিশে গেছে।

 

স্থানীয় ইউপি সদস্য আহছান উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ পরিবারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নীকাণ্ডের পূর্বে ওই পরিবারগুলো স্বচ্ছল থাকলেও আগুণের ছোবলে পরিবার গুলো একবারে পথেবসার উপক্রম হয়েছে। এমনকি তাদের দুইবেলার খাবারের অর্থ পর্যন্ত পুড়ে গেছে।

 

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

 

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক, ক্ষতিগ্রস্থ পরিবারদের সহযোগিতা করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেয়া হবে না-রিজভী

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে শেষ হলো সাত পরিবারের স্বপ্ন

আপডেট: ০১:১৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় একই বাড়ির ৭টি পরিবারের ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার(১৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি গ্রামের হাটখোলা বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে অর্ধ কোটি টাকার সম্পদ ভষ্মীভূত হয়েছে হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই বাড়ির সিরাজুল ইসলামের বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহুর্তে আগুণ ছড়িয়ে পড়লে পাশে থাকা মাইনুদ্দিন, শফিউল্লাহর বসতঘরসহ মোট ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় জীবন বাচাতে বাড়ির লোকজন নিরাপদে আশ্রয় নেয়।

 

প্রায় এক ঘন্টার আগুণের ভয়াল থাবায় ওই ৭টি পরিবারের নগদ টাকা,স্বর্ণলঙ্কার,মোবাইল, দলিলাদি, খাবার ও ফার্নিচারের আসবাবপত্র এমনকি শিশুদের বইসহ শিক্ষাউপকরণ পর্যন্ত পুড়ে ধূলোয় মিশে গেছে।

 

স্থানীয় ইউপি সদস্য আহছান উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ পরিবারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নীকাণ্ডের পূর্বে ওই পরিবারগুলো স্বচ্ছল থাকলেও আগুণের ছোবলে পরিবার গুলো একবারে পথেবসার উপক্রম হয়েছে। এমনকি তাদের দুইবেলার খাবারের অর্থ পর্যন্ত পুড়ে গেছে।

 

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

 

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক, ক্ষতিগ্রস্থ পরিবারদের সহযোগিতা করা হবে।