কচুয়া প্রতিনিধি :
কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বার নির্বাচিত হলেন মোঃ সেলিম প্রধান ।তিনি টিউবওয়েল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, আজ ২৭ শে জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ৪২৫ভোটে পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কা।
পেয়েছেন ৩৭০ভোট।এছাড়াও মোরগ মার্কা পেয়েছেন ২২৫ভোট,তালা মার্কা পেয়েছেন ২০৩ভোট এবং আপেল মার্কা ১৫ ভোট।
এ সময় সাংবাদিক দের সাথে বক্তব্য রাখেন, নবনির্বাচিত মেম্বার মোঃ সেলিম প্রধান , তিনি বলেন জনগন সৎ ও যোগ্য প্রার্থী মোনে করে আমাকে নিবর্বাচিত করছেন। জনগণের ভোটে প্রমান করে দিয়েছে,তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে। তবে আমি আগামী ৫ বছর মানুষের কল্যাণে কাজ করে যাব,তাছাড়া মানবতার মা দেশরত্ন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন গ্রাম হবে শহর,সেই লক্ষ্যে আমার ৩নং ওয়ার্ড কে শহরে রুপান্তর করব ইনশাল্লাহ ।আমার চাওয়া পাওয়া কিছু ই নেই, জনগনের সেবা করাই হলো আমার প্রধান কাজ।
তাই তিনি সকলের কাছে সহযোগিতা দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।