কচুয়া প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কচুয়া বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল ইত্যাদি আসতে শুরু করে। হাটে বিভিন্ন জায়গা থেকে পশু এসে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ঈদের জন্য মঙ্গলবার ও শনিবারে হাট বসছে, বলে জানিয়েছেন ইজারাদারেরা।
আজ মঙ্গলবার হাটে বিভিন্ন সাইজের প্রচুর গরু উঠলেও দাম চড়া থাকায় অনেক ক্রেতা গরু না কিনেই বাড়ি ফিরেছেন। হাটে গিয়ে দেখা গেছে, প্রচুর কোরবানির পশু উঠেছে। কেনাবেচা হয়েছে বলেও ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। তবে হাট ঘুরে দেখা যায় দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা ছিল একটু বেশি । ফলে মাঝারি জাতের গরুর দাম তুলনামূলকভাবে একটু বেশিই ছিল।