ইমরান খানের দলের ৫০ মন্ত্রী ‘নিখোঁজ’ !

  • আপডেট: ০৩:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ৩৫

পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের অন্তত ৫০ মন্ত্রীকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাবের মধ্যেই এক্সপ্রেস ট্রিবিউন এমন খবর দিয়েছে।
ইমরান খানের দলের ৫০ মন্ত্রী ‘নিখোঁজ’

এই অর্ধশতের মধ্যে কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রীরাও রয়েছেন। নিখোঁজ মন্ত্রীদের মধ্যে ২৫ জন কেন্দ্রীয় এবং প্রাদেশিক উপদেষ্টা ও বিশেষ সহকারী। তাদের মধ্যে চার প্রতিমন্ত্রী, চার উপদেষ্টা ও ১৯ জন বিশেষ সহকারী।

তবে ইমরান খানকে এখনো সমর্থন দিচ্ছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রীকে যারা সমর্থন দিচ্ছেন, তাদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি, তথ্যমন্ত্রী ফাওয়া চৌধুরী, জ্বালানিমন্ত্রী হাম্মাদ আজহার, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ।

ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা ভোট ২৮ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এ সময়ে বিরোধীদের সমালোচনা জোরদার করেছে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি।

শনিবার মুত্তাাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের একটি প্রতিনিধি দলের সঙ্গে ইমরান খানের বৈঠক হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২ সদস্য রয়েছেন। ১৭২ সদস্য দিয়ে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা নির্ধারিত হয়।

আর ১৭৯ সদস্যের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান খান। পার্লামেন্টে ইমরান খানের দলের সদস্য ১৫৫ জন। এছাড়া তার চার মিত্র দলের ২০ সদস্যও রয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ইমরান খানের দলের ৫০ মন্ত্রী ‘নিখোঁজ’ !

আপডেট: ০৩:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের অন্তত ৫০ মন্ত্রীকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাবের মধ্যেই এক্সপ্রেস ট্রিবিউন এমন খবর দিয়েছে।
ইমরান খানের দলের ৫০ মন্ত্রী ‘নিখোঁজ’

এই অর্ধশতের মধ্যে কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রীরাও রয়েছেন। নিখোঁজ মন্ত্রীদের মধ্যে ২৫ জন কেন্দ্রীয় এবং প্রাদেশিক উপদেষ্টা ও বিশেষ সহকারী। তাদের মধ্যে চার প্রতিমন্ত্রী, চার উপদেষ্টা ও ১৯ জন বিশেষ সহকারী।

তবে ইমরান খানকে এখনো সমর্থন দিচ্ছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রীকে যারা সমর্থন দিচ্ছেন, তাদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি, তথ্যমন্ত্রী ফাওয়া চৌধুরী, জ্বালানিমন্ত্রী হাম্মাদ আজহার, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ।

ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা ভোট ২৮ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এ সময়ে বিরোধীদের সমালোচনা জোরদার করেছে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি।

শনিবার মুত্তাাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের একটি প্রতিনিধি দলের সঙ্গে ইমরান খানের বৈঠক হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২ সদস্য রয়েছেন। ১৭২ সদস্য দিয়ে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা নির্ধারিত হয়।

আর ১৭৯ সদস্যের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান খান। পার্লামেন্টে ইমরান খানের দলের সদস্য ১৫৫ জন। এছাড়া তার চার মিত্র দলের ২০ সদস্যও রয়েছেন।