• ঢাকা
  • শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৩ ডিসেম্বর, ২০২১

হাজীগঞ্জে আপিলে বৈধতা পেলেন গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুরের হাজীগঞ্জে বৈধতা পেলেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু। শুক্রবার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

এর আগে গত সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপীর দ্বায়ে তার ও দুই সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার ও উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানু রহমান।

উপজেলার ১১টি ইউনিয়নে ৫৯৯ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে ৭৩ জন চেয়ারম্যান, ৯০ জন সংরক্ষিত নারী সদস্য ও ৪৩৬ জন সাধারণ সদস্যের মধ্যে ৪৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

অপর দুই জন সাধারণ সদস্য প্রার্থী ঋণ খেলাপীর দ্বায়ে তাদের মনোনয়নপত্র বাতিল হয়। তারা হলেন, বড়কুল পূর্ব ইউনিয়নে ৭নং ওয়ার্ডে এমরান হোসেন ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মো. মহিবুল হাসান।

উল্লেখ্য, তফসিল ঘোষণা অনুযায়ী আগামি ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর
error: Content is protected !!