ফরিদগঞ্জে সিলিন্ডারগ্যাস ভর্তি ট্রাক ছিনতাই

  • আপডেট: ০৪:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
  • ৪৩

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি :

ফরিদগঞ্জে পোনে চারশত ফ্রেশ সিলিন্ডার গ্যাস ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার ভোররাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

সিলিন্ডার গ্যাসের এজেন্ট এ এমএম টুটুল পাটওয়ারী জানান, তিনি ও তার ব্যবসায়ীক পার্টনার মাসুদ পারভেজ ফ্রেস কোম্পানীর সিলিন্ডার গ্যাসের স্থানীয় এজেন্ট। তারা নিজেদের ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-৬৮১৪) দিয়ে নিয়মিত গ্যাস সিলিন্ডার আনা নেওয়া করেন। রাতে গাড়ীটি আসলে তারা চালক বাসস্ট্যান্ডে রাখেন । ভোরে গোডাউনে নিয়ে গিয়ে গাড়ী আনলোড করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ৩৭৫টি ফ্রেস সিলিন্ডারবাহী ট্রাকটি তাদের গাড়ী চালক মানিক হোসেন প্রতিদিনের মতো গাড়ীটি বাসস্ট্যান্ডে রেখে বাড়ী যান। বৃহষ্পতিবার ভোরবেলা এসে তিনি বাসস্ট্যান্ডে এসে দেখতে পান ট্রাকটি নেই। ট্রাক জিপিএস সিস্টেম থাকায় তারা দেখতে পান ট্রাকটি রাত ৩টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চোরের দল চুরি করে। পরে ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের বাগড়া বাজার পর্যন্ত জিপিএস সিস্টেমের কারণে যেতে দেখা যায়। এরপর সেটি অকার্যকর হয়ে পড়ায় আর সন্ধান পাননি।

পরে ফরিদগঞ্জ থানায় সকালে এব্যাপারে লিখিত অভিযোগ করা হয়। জানা গেছে, ট্রাকে প্রায় ১০ লক্ষ টাকার সিলিন্ডার গ্যাস ছিল। এছাড়া ট্রাকটিতো রয়েছেই।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, তারা লিখিত অভিযোগটি নিয়ে মামলা হিসেবে গ্রহণ করেছেন। তদন্ত শুরু হয়েছে। ট্রাকটি আটক করতে সকল থানায় ম্যাসেজ দেয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে কলেজে ছাত্রদলের উপর ছাত্র শিবিরের হামলা

ফরিদগঞ্জে সিলিন্ডারগ্যাস ভর্তি ট্রাক ছিনতাই

আপডেট: ০৪:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি :

ফরিদগঞ্জে পোনে চারশত ফ্রেশ সিলিন্ডার গ্যাস ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার ভোররাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

সিলিন্ডার গ্যাসের এজেন্ট এ এমএম টুটুল পাটওয়ারী জানান, তিনি ও তার ব্যবসায়ীক পার্টনার মাসুদ পারভেজ ফ্রেস কোম্পানীর সিলিন্ডার গ্যাসের স্থানীয় এজেন্ট। তারা নিজেদের ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-৬৮১৪) দিয়ে নিয়মিত গ্যাস সিলিন্ডার আনা নেওয়া করেন। রাতে গাড়ীটি আসলে তারা চালক বাসস্ট্যান্ডে রাখেন । ভোরে গোডাউনে নিয়ে গিয়ে গাড়ী আনলোড করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ৩৭৫টি ফ্রেস সিলিন্ডারবাহী ট্রাকটি তাদের গাড়ী চালক মানিক হোসেন প্রতিদিনের মতো গাড়ীটি বাসস্ট্যান্ডে রেখে বাড়ী যান। বৃহষ্পতিবার ভোরবেলা এসে তিনি বাসস্ট্যান্ডে এসে দেখতে পান ট্রাকটি নেই। ট্রাক জিপিএস সিস্টেম থাকায় তারা দেখতে পান ট্রাকটি রাত ৩টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চোরের দল চুরি করে। পরে ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের বাগড়া বাজার পর্যন্ত জিপিএস সিস্টেমের কারণে যেতে দেখা যায়। এরপর সেটি অকার্যকর হয়ে পড়ায় আর সন্ধান পাননি।

পরে ফরিদগঞ্জ থানায় সকালে এব্যাপারে লিখিত অভিযোগ করা হয়। জানা গেছে, ট্রাকে প্রায় ১০ লক্ষ টাকার সিলিন্ডার গ্যাস ছিল। এছাড়া ট্রাকটিতো রয়েছেই।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, তারা লিখিত অভিযোগটি নিয়ে মামলা হিসেবে গ্রহণ করেছেন। তদন্ত শুরু হয়েছে। ট্রাকটি আটক করতে সকল থানায় ম্যাসেজ দেয়া হয়েছে।