অনলাইন ডেস্ক:
প্রচণ্ড বিস্ফোরণে কেঁপেছে আফগানিস্তানের রাজধানী কাবুল। বিস্ফোরণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬৮ জন। সোমবার (১ জুলাই) কাবুলের কূটনৈতিক এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় ১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। খবর সিনহুয়ার। আফগানিস্তানের নিরাপত্তারক্ষীরা বিস্ফোরণ-স্থল ঘেরাও করে রেখেছে। আহতদের স্থানীয় হাসপাতালে দেওয়া হচ্ছে চিকিৎসা। টোলে নিউজ টিভি চ্যানেল জানায়, দুই জঙ্গি এই বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়েছে। এখনো কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।