চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৭৬, নিহত বেড়ে ৫

  • আপডেট: ০৪:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
  • ৩৮

ফাইল ফটো।

চাঁদপুর, ১৮ মে, সোমবার:

চাঁদপুরে নতুন করে আরো ৫জন করোনায় হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬জন। মৃত বেড়ে হয়েছে ৫জন। ফরিদগঞ্জে করোনার উপসর্গে মারা যাওয়া একজনের রিপোর্ট আজ (সোমবার) ১৮ মে পজেটিভ এসেছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার মোট রিপোর্ট এসেছে ১০টি। এর মধ্যে পজেটিভ ৪টি। এর মধ্যে চাঁদপুর সদরে ২টি ও ফরিদগঞ্জে ২টি। শাহরাস্তির ১জন কুমিল্লায় শনাক্ত হয়ে নিজ এলাকায় চলে আসায় তিনিও জেলার করোনা রোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সে হিসেবে মঙ্গলবার মোট করোনা আক্রান্ত রোগী বেড়েছে ৫জন।

গত বৃহস্পতিবার ফরিদগঞ্জে মারা যাওয়া শাহ আলম পাটওয়ারীর (৬৫) নমুনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। ফরিদগঞ্জের আরেকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ।

এদিকে চাঁদপুর সদরের আক্রান্ত নতুন ২জন’ই চাঁদপুর শহরের। একজন ইউএনও অফিসের স্টাফ ও একজন গুয়াখোলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত তথ্যে জানাগেছে, এই পর্যন্ত জেলা ও উপজেলা থেকে করোনা নমুনা পরীক্ষার জন্য ১ হাজার ১১০জনের ঢাকায় প্রেরন করা হয়েছে। এর মধ্যে ৯৫৮জনের রিপোর্ট এসেছে। আক্রান্ত সংখ্যা ৭১জন (মতলবের ৫জন, ঢাকা হতে আগত ৩ ও লক্ষ্মীপুর জেলা থেকে আগত ১জনসহ)। রিপোর্ট নেগেটিভ এসেছে ৮৯৫জন। অপেক্ষমান আছে ১৫২জনের।
সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ বলেন, এই পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পরে সুস্থ্য হয়েছে ১৫জন। ৫২জন চিকিৎসা নিয়েছেন। আইসোলেশনে রোগীর সংখ্যা ৫৭জন। ছাড়প্রাপ্ত হয়েছেন ৫০জন। বর্তমানে আইসোলেশন রোগীর সংখ্যা ৭জন। তিনি আরো বলেন, জেলায় হোম কোয়ারেন্টাইন থাকা ব্যাক্তির সংখ্যা ৩৬৬৩জন। এর মধ্যে ছাড়প্রাপ্ত হয়েছে ৩৫৯৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪জন।
 
Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৭৬, নিহত বেড়ে ৫

আপডেট: ০৪:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০

চাঁদপুর, ১৮ মে, সোমবার:

চাঁদপুরে নতুন করে আরো ৫জন করোনায় হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬জন। মৃত বেড়ে হয়েছে ৫জন। ফরিদগঞ্জে করোনার উপসর্গে মারা যাওয়া একজনের রিপোর্ট আজ (সোমবার) ১৮ মে পজেটিভ এসেছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার মোট রিপোর্ট এসেছে ১০টি। এর মধ্যে পজেটিভ ৪টি। এর মধ্যে চাঁদপুর সদরে ২টি ও ফরিদগঞ্জে ২টি। শাহরাস্তির ১জন কুমিল্লায় শনাক্ত হয়ে নিজ এলাকায় চলে আসায় তিনিও জেলার করোনা রোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সে হিসেবে মঙ্গলবার মোট করোনা আক্রান্ত রোগী বেড়েছে ৫জন।

গত বৃহস্পতিবার ফরিদগঞ্জে মারা যাওয়া শাহ আলম পাটওয়ারীর (৬৫) নমুনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। ফরিদগঞ্জের আরেকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ।

এদিকে চাঁদপুর সদরের আক্রান্ত নতুন ২জন’ই চাঁদপুর শহরের। একজন ইউএনও অফিসের স্টাফ ও একজন গুয়াখোলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত তথ্যে জানাগেছে, এই পর্যন্ত জেলা ও উপজেলা থেকে করোনা নমুনা পরীক্ষার জন্য ১ হাজার ১১০জনের ঢাকায় প্রেরন করা হয়েছে। এর মধ্যে ৯৫৮জনের রিপোর্ট এসেছে। আক্রান্ত সংখ্যা ৭১জন (মতলবের ৫জন, ঢাকা হতে আগত ৩ ও লক্ষ্মীপুর জেলা থেকে আগত ১জনসহ)। রিপোর্ট নেগেটিভ এসেছে ৮৯৫জন। অপেক্ষমান আছে ১৫২জনের।
সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ বলেন, এই পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পরে সুস্থ্য হয়েছে ১৫জন। ৫২জন চিকিৎসা নিয়েছেন। আইসোলেশনে রোগীর সংখ্যা ৫৭জন। ছাড়প্রাপ্ত হয়েছেন ৫০জন। বর্তমানে আইসোলেশন রোগীর সংখ্যা ৭জন। তিনি আরো বলেন, জেলায় হোম কোয়ারেন্টাইন থাকা ব্যাক্তির সংখ্যা ৩৬৬৩জন। এর মধ্যে ছাড়প্রাপ্ত হয়েছে ৩৫৯৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪জন।