ফরিদগঞ্জ প্রতিনিধি :
করোনা ভাইরাস জনিত কারণে অসহায় নি¤œমধ্যবিত্ত পেশার মানুষগুলোর করুণ অবস্থা। প্রতিদেনর আহার যোগাতে নানা কষ্ট। সরকার ও বিভিন্ন বেসরকারি সংগঠন এবং রাজনৈতিক নেতাকর্মীরা এগিয়ে আসায় তারা কিছুটা হলেও দু’বেলা দুমুঠো খাবার পাচ্ছে। কিন্তু মাহে রমজানের পর ঈদে অনেকেই নদুন জামা পরতে পারবে না। সকলের না হলেও কিছু মানুষের মাঝে সেই আনন্দঘন মূর্হূত ফিরিয়ে দিতে উদ্যোগ নিলো ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার প্রাক্তন শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল শাখার
এই বিদ্যালয়ে অধ্যয়ন করা কিছু সাবেক শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে ওই স্কুলেরই দুস্থ শিক্ষার্থ দের মাঝে ঈদ উপহার দেয়া হয়। ১০ মে রোববার দুপুরে প্রথম পর্যায়ে ৫০ টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মাঝে বিতরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ভোকেশনালের শিক্ষক মহসিন ভূইয়া, ইমাম, সোমেন্দ্র মজুমদার, এমরান হোসেন, প্রাক্তন শিক্ষার্থী দীন মোহাম্মদ সোহেল, রনি,আলম, মাহাবুব, আল-আমিনসহ অনেকে। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে আল-আমিন জানান, প্রথম পর্যায়ে আপাতত ৫০ টি পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে দ্বিতীয় পর্যায়ে আরো কিছু পরিবারকে ঈদ উপহার সামগ্রী পৌছে দেয়া হবে।