মায়ের মৃত্যুর ৪দিন পর না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা ইরফান খান

  • আপডেট: ০৫:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
  • ৪৫

মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। মায়ের মৃত্যুর চারদিন পরই বুধবার ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান কালজয়ী এই অভিনেতা।

তবে পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে মৃত্যু নিয়ে তার ভাবনা কী ছিল তা কবিতায় প্রকাশ করে গেছেন ইরফান খান।

গত ২০ মার্চ সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড পেজে মৃত্যু নিয়ে ইংরেজিতে একটি কবিতা লেখেন ইরফান খান। কবিতার সঙ্গে নিজের ছায়ার একটি ছবিও শেয়ার করেন তিনি।

শিরোনামহীন ওই কবিতাটি পাঠকদের জন্য তুলে দেয়া হলো-

‘সৃষ্টিকালে বিধাতা সবার সঙ্গে কথা বলেন,

পরে নিভৃতে আমাদের সঙ্গে হাঁটেন।

সেসব বাণী হালকাভাবে আমরা শুনি;

অপ্রত্যাবর্তনীয় সত্ত্বেও তোমাকে পাঠানো হল, তুমি

নিজের বাসনার ভেতর থেকে সবটুকু কর

মূর্ত কর আমাকে।

অগ্নিশিখার মতো জ্বলে ওঠ আর আমাকে প্রতিমূর্ত হতে বিশালাকার সব ছায়া ছড়িয়ে দাও।

তোমার ক্ষেত্রে সবকিছু ঘটতে দাও; সুন্দর ও আতঙ্ক পথচলা অব্যাহত রাখ। কোনো অনুভূতিই চূড়ান্ত না

তুমি আমাকে হারতে দিও না।’

প্রসঙ্গত ২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত হন ইরফান। লন্ডনে গিয়ে চিকিৎসাও নেন। এরপর খানিকটা সুস্থ হয়ে ‘আংরেজি

মিডিয়াম’ ছবিতে অভিনয় করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে প্রচারে ছিলেন না।

মঙ্গলবারই এই অভিনেতার মৃত্যুর গুজব ওঠে। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইরফান বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

গত শনিবার জয়পুরে মারা যান ইরফানের মা সাঈদা বেগম (৯৫)। তখন ভারতজুড়ে চলমান লকডাউনের কারণে মায়ের জানাজায় যেতে পারেননি মুসলিম এই অভিনেতা।

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন ইরফান খান। এই সিনেমা তাকে বাংলাদেশের মানুষের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

মায়ের মৃত্যুর ৪দিন পর না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা ইরফান খান

আপডেট: ০৫:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০

মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। মায়ের মৃত্যুর চারদিন পরই বুধবার ভারতের মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান কালজয়ী এই অভিনেতা।

তবে পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে মৃত্যু নিয়ে তার ভাবনা কী ছিল তা কবিতায় প্রকাশ করে গেছেন ইরফান খান।

গত ২০ মার্চ সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড পেজে মৃত্যু নিয়ে ইংরেজিতে একটি কবিতা লেখেন ইরফান খান। কবিতার সঙ্গে নিজের ছায়ার একটি ছবিও শেয়ার করেন তিনি।

শিরোনামহীন ওই কবিতাটি পাঠকদের জন্য তুলে দেয়া হলো-

‘সৃষ্টিকালে বিধাতা সবার সঙ্গে কথা বলেন,

পরে নিভৃতে আমাদের সঙ্গে হাঁটেন।

সেসব বাণী হালকাভাবে আমরা শুনি;

অপ্রত্যাবর্তনীয় সত্ত্বেও তোমাকে পাঠানো হল, তুমি

নিজের বাসনার ভেতর থেকে সবটুকু কর

মূর্ত কর আমাকে।

অগ্নিশিখার মতো জ্বলে ওঠ আর আমাকে প্রতিমূর্ত হতে বিশালাকার সব ছায়া ছড়িয়ে দাও।

তোমার ক্ষেত্রে সবকিছু ঘটতে দাও; সুন্দর ও আতঙ্ক পথচলা অব্যাহত রাখ। কোনো অনুভূতিই চূড়ান্ত না

তুমি আমাকে হারতে দিও না।’

প্রসঙ্গত ২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন ক্যানসারে আক্রান্ত হন ইরফান। লন্ডনে গিয়ে চিকিৎসাও নেন। এরপর খানিকটা সুস্থ হয়ে ‘আংরেজি

মিডিয়াম’ ছবিতে অভিনয় করেন। তবে শারীরিক অসুস্থতার কারণে প্রচারে ছিলেন না।

মঙ্গলবারই এই অভিনেতার মৃত্যুর গুজব ওঠে। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইরফান বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

গত শনিবার জয়পুরে মারা যান ইরফানের মা সাঈদা বেগম (৯৫)। তখন ভারতজুড়ে চলমান লকডাউনের কারণে মায়ের জানাজায় যেতে পারেননি মুসলিম এই অভিনেতা।

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন ইরফান খান। এই সিনেমা তাকে বাংলাদেশের মানুষের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়।