কাতারের বিশিষ্ট ব্যবসায়ী জালালের পক্ষে মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম

  • আপডেট: ০৩:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
  • ৩৩

প্রবীর চক্রবর্তী :
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বিশিষ্ট ব্যবসায়ী কাতার মার্বেল কোম্পানীর মালিক ওফরিদগঞ্জ পৌর এলাকা পুর্ব বড়ালি গ্রামের আ: রশিদ মিজির পুত্র জালাল আহমেদ করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত ফরিদগঞ্জ বাসীর পাশে দাঁড়িয়েছেন। তার বোন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মাজেদা বেগমের মাধ্যমে তিনি পৌর এলাকাসহ পুরো উপজেলায় প্রায় ১০ কোটি টাকার খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

মহিলা ভাইসচেয়ারম্যান মাজেদা বেগম জানান, তার ভাই জালাল সর্বদাই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। প্রতিবছর কয়েক কোটি টাকার সামগ্রী দান করেন অসহায় মানুষকে। সাবলম্বী করতে দরিদ্রদের রিক্সা ও মহিলাদের সেলাই মেশিন কিনে দেয়ার সাথে সাথে ভূমিহীনদের ঘরে করে দিচ্ছেন সাধ্যমত।

এবছর করোনা ভাইরাসে ফরিদগঞ্জ উপজেলার মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে। তখন তার ভাই আবারো দু’হাত খুলে সহযোগিতা শুরু করেছেন। কার্ডের মাধ্যমে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে চলেছেন। যাতে অন্তত একটি পরিবার অন্তত ৭/১০ দিন নিশ্চিন্তে থাকতে পারে। এই লক্ষ্যে পুরো উপজেলায় প্রায় ১০ কোটি টাকার সামগ্রী বিতরণ করেছেন। প্রয়োজন হলে সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত রাখবেন বলে তিনি আশাপ্রকাশ করেছেন।

তিনি আরো জানান, বর্তমান পরিস্থিতিতে খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ঘরে যাওয়া সমস্যা। এতে সামাজিক দুরত্ব বজায় থাকে না। তাই প্রতিটি এলাকায়ই কার্ড বিতরণ করেছি। এই কার্ড নিয়ে ওই এলাকার নির্ধারিত কয়েকটি দোকানে গিয়ে কার্ডধারীরা মালামাল সংগ্রহ করছে। পৌর এলাকার বিশেষ করে ৮নং ওয়ার্ডে তিনি নিজে উপস্থিত থেকে ঘরে ঘরে কার্ড পৌছে দিয়েছেন। এসময় স্বেচ্ছায় দান নিতে অস্বীকার করা ছাড়া আর কাউকেই তিনি কার্ড দিতে কার্পন্য করেন নি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

কাতারের বিশিষ্ট ব্যবসায়ী জালালের পক্ষে মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম

আপডেট: ০৩:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০

প্রবীর চক্রবর্তী :
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বিশিষ্ট ব্যবসায়ী কাতার মার্বেল কোম্পানীর মালিক ওফরিদগঞ্জ পৌর এলাকা পুর্ব বড়ালি গ্রামের আ: রশিদ মিজির পুত্র জালাল আহমেদ করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত ফরিদগঞ্জ বাসীর পাশে দাঁড়িয়েছেন। তার বোন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মাজেদা বেগমের মাধ্যমে তিনি পৌর এলাকাসহ পুরো উপজেলায় প্রায় ১০ কোটি টাকার খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

মহিলা ভাইসচেয়ারম্যান মাজেদা বেগম জানান, তার ভাই জালাল সর্বদাই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। প্রতিবছর কয়েক কোটি টাকার সামগ্রী দান করেন অসহায় মানুষকে। সাবলম্বী করতে দরিদ্রদের রিক্সা ও মহিলাদের সেলাই মেশিন কিনে দেয়ার সাথে সাথে ভূমিহীনদের ঘরে করে দিচ্ছেন সাধ্যমত।

এবছর করোনা ভাইরাসে ফরিদগঞ্জ উপজেলার মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে। তখন তার ভাই আবারো দু’হাত খুলে সহযোগিতা শুরু করেছেন। কার্ডের মাধ্যমে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে চলেছেন। যাতে অন্তত একটি পরিবার অন্তত ৭/১০ দিন নিশ্চিন্তে থাকতে পারে। এই লক্ষ্যে পুরো উপজেলায় প্রায় ১০ কোটি টাকার সামগ্রী বিতরণ করেছেন। প্রয়োজন হলে সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত রাখবেন বলে তিনি আশাপ্রকাশ করেছেন।

তিনি আরো জানান, বর্তমান পরিস্থিতিতে খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ঘরে যাওয়া সমস্যা। এতে সামাজিক দুরত্ব বজায় থাকে না। তাই প্রতিটি এলাকায়ই কার্ড বিতরণ করেছি। এই কার্ড নিয়ে ওই এলাকার নির্ধারিত কয়েকটি দোকানে গিয়ে কার্ডধারীরা মালামাল সংগ্রহ করছে। পৌর এলাকার বিশেষ করে ৮নং ওয়ার্ডে তিনি নিজে উপস্থিত থেকে ঘরে ঘরে কার্ড পৌছে দিয়েছেন। এসময় স্বেচ্ছায় দান নিতে অস্বীকার করা ছাড়া আর কাউকেই তিনি কার্ড দিতে কার্পন্য করেন নি।