ফ্রান্সের একটি গবেষণা বলছে, একজন ধূমপায়ী করোনাভাইরাসে আক্রান্ত হলে অন্যদের মতো মারাত্মক অসুস্থ হবে না।
ফ্রান্সের ওই চিকিৎসা গবেষকরা বলছেন, প্রতিদিন যারা ধূমপান করে তাদের মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ খুব কমই পরিলক্ষিত হয়।
এমনকি তারা অন্যদের মতো মারাত্মক অসুস্থ হয় না। প্যারিস হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত ৩৪৩ জনের ওপর এ জরিপ চালানো হয়। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ভাইরাস দেহের কোষে প্রবেশের ক্ষেত্রে নিকোটিন বাধা দেয়। তবে গবেষণা এখনও অসম্পূর্ণ।
গবেষণার সহপরিচালক ও ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক ডা. জহির আমুরা বলেন, আমরা এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করব।