হাজীগঞ্জে এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের আয়োজনে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেলস এর সত্ত্বাধীকারী আলহাজ¦ মো. মনিরুজ্জমানের সভাপতিত্বে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে চলতি বছর হজ্জে অংশগ্রহণকারীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপস্থিতির মাঝে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন মাসআলা উপস্থাপন এবং বিভিন্ন প্রশ্নের সমাধানমূলক জবাব দেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মো. আব্দুর রউফ। এসময় তিনি হজ্জে অংশগ্রহণকারীদের কল্যাণ এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাত করেন।
এর আগে সভাপতির বক্তব্যে আলহাজ¦ মো. মনিরুজ্জামান হজ্জের বিভিন্ন দিক এবং সৌদিআরবে ইবাদত, যোগাযোগ ও থাকা-খাওয়াসহ বিস্তারিত বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং হজ্জে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বক্তব্য শেষে তিনি হজ্জে অংশগ্রহণকারীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের হাজীগঞ্জ শাখার পরিচালক মো. বেলাল হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে অতিথিদের বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. মো. মমিনুল হক পাটওয়ারী, অধ্যাপক মো. সেলিম, অধ্যাপক ডা. মো. একরামুল হক পাটওয়ারী, ডা. মো. তাজুল ইসলাম ও মো. দেলোয়ার হোসেন পাটওয়ারী প্রমুখ।
এসময় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. আনাছ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. বিল্লাল হোসেন সরদার, আর.এ কম্পিউটারের সত্ত্বাধীকারী মো. হেলাল উদ্দিন বাহারসহ অন্যান্য অতিথিবৃন্দ, এম বিসমিল্লাহ ইন্টারন্যানশল ট্রাভেলসের মাধ্যমে চলতি হজ্জে অংশগ্রহণকারীসহ বিভিন্ন ট্রাভেল্স ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল ট্রাভেলস আটাবের সদস্য। যার হেড অফিস ১৩৯/১ এফ, পূর্ব রামপুরা (জামতলা), ঢাকা-১২১৯ এবং শাখা অফিস ৫৫ আজাদ সেন্টার (১৪/ডি-২ লিফট), পুরানা পল্টন ঢাকা-১০০০ ও ভাই ভাই কমপ্লেক্স (হক হোমিও হলের পাশে) হাজীগঞ্জ বাজার, চাঁদপুর।