হাজীগঞ্জে নকলের দায়ে দাখিল পরীক্ষার্থী বহিস্কার

  • আপডেট: ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ০ Views

চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি সমমান পরীক্ষা চলকালীন সময়ে এক কেন্দ্রে নকলের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) হাজীগঞ্জ পৌরসভাধীন আহমাদিয়া কামিলা মাদরাসা কেন্দ্রে নকলের দায়ে নূর হোসাইন রনি নামের দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধিনে ইংরেজী ২য় পত্র পরীক্ষা চালকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন নিয়মিত তদারকির অংশ হিসেবে আহমাদিয়া কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে নূর হোসাইন রনি নামের ওই শিক্ষার্থীকে কিছুটা অস্বাভাবিক মনে হলেও তিনি তাকে বুঝতে দেননি।

পরে তিনি কেন্দ্রের অন্য কক্ষগুলো পরিদর্শন করে এসে নূর হোসাইন রনির কক্ষে আকস্মিক প্রবেশ করেন এবং তার কাছ থেকে নকল জব্দ ও তাকে বহিস্কার করেন। রনি পৌরসভাধীন আল-কাউসার মাদ্রাসার শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, চলমান পরীক্ষায় শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

হাজীগঞ্জে নকলের দায়ে দাখিল পরীক্ষার্থী বহিস্কার

আপডেট: ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি সমমান পরীক্ষা চলকালীন সময়ে এক কেন্দ্রে নকলের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) হাজীগঞ্জ পৌরসভাধীন আহমাদিয়া কামিলা মাদরাসা কেন্দ্রে নকলের দায়ে নূর হোসাইন রনি নামের দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধিনে ইংরেজী ২য় পত্র পরীক্ষা চালকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন নিয়মিত তদারকির অংশ হিসেবে আহমাদিয়া কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে নূর হোসাইন রনি নামের ওই শিক্ষার্থীকে কিছুটা অস্বাভাবিক মনে হলেও তিনি তাকে বুঝতে দেননি।

পরে তিনি কেন্দ্রের অন্য কক্ষগুলো পরিদর্শন করে এসে নূর হোসাইন রনির কক্ষে আকস্মিক প্রবেশ করেন এবং তার কাছ থেকে নকল জব্দ ও তাকে বহিস্কার করেন। রনি পৌরসভাধীন আল-কাউসার মাদ্রাসার শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, চলমান পরীক্ষায় শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।