• ঢাকা
  • শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ জুন, ২০১৯
সর্বশেষ আপডেট : ২২ জুন, ২০১৯

দুই দেশের বন্ধুত্ব বলিষ্ঠ ও অপরিবর্তনশীল: কিম

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শী জিপিং-এর দুই দিনের উত্তর কোরিয়া সফর করছেন। শী’র এ সফরকে একটি ‘গুরুত্বপূর্ণ সুযোগ’বলে অভিহিত করেছেন কিম। এ দুই দেশ তাদের বন্ধুত্বের সস্পর্ককে ‘বলিষ্ঠ’ ও ‘অপরিবর্তনশীল’ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরায় গর্ববোধ করে।

শুক্রবার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ উত্তর কোরিয়া-চীন সম্পর্ককে বলিষ্ঠ হিসেবে অভিহিত করেছে। খবর এএফপি’র।

পিয়ংইয়াং-এর রাষ্ট্রীয় সংবাদপত্র রোডং সিনমুন-এর প্রথম পাতায় উত্তর কোরিয় নেতা কিম জং উন ও তার স্ত্রী রি সোল জোকে বৃহস্পতিবার প্রেসিডেন্ট শী-কে স্বাগত জানানোর ছবি দেয়া হয়েছে।

এতে বলা হয়, পিয়ংইয়ং-এর রাস্তাঘাট আনন্দ ও মৈত্রিপূর্ণ উচ্ছাসে উদ্বেলিত হয়ে উঠেছে। চীনের নাগরিকগণ সমাজতন্ত্র প্রতিষ্ঠায় উত্তর কোরিয়ার সঙ্গে এক সময় তাদের সুখ দুঃখ ভাগ করে নিয়েছে।

১৪ বছরের মধ্যে চীনের প্রেসিডেন্ট শী প্রথম উত্তর কোরিয়া সফর করলেন।

জাপানে অনুষ্ঠেয় জি শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে শী’র এ সফর হোয়াইট হাউসকে ভাবিয়ে তুলতে পারে। ট্রাম্প সেখানে কিমের সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী বাণিজ্য লড়াই নিয়ে আলোচনায় মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!