করোনায় বিপর্যয় নেমে আসতে পারে মার্কিনে, মারা যেতে পারে ২২ লাখ মার্কিন নাগরিক

  • আপডেট: ০৬:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • ২৮

নতুনেরকথা ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা না গেলে যুক্তরাষ্ট্রে ২২ লাখ লোক মারা যেতে পারেন। ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের কোভিড-১৯ রেন্সপন্স টিমের বরাতে দ্য ইন্টারসেপ এমন তথ্য দিয়েছে।

পুরো জনসংখ্যার মধ্যে সামাজিক দূরত্ব, আক্রান্তদের বাড়িতে আইসোলেশন ও অসুস্থদের পরিবার সদস্যদের কোয়ারেন্টাইন করে রাখার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হলেও মার্কিন চিকিৎসা সক্ষমতা ভেঙে পড়তে পারে বলে প্রতিবেদনে আভাস দেয়া হয়েছে।

সপ্তাহখানেক আগে এসব তথ্য হোয়াইট হাউস টাস্কফোর্সের কাছে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন গবেষকরা।

ভাইরাসটি নিয়ন্ত্রণ করতে হলে কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক জমায়েতে মারাত্মক বিধিনিষেধ আরোপ করতে হবে। টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত এই কড়াকড়ির কোনো বিকল্প নেই বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ ভাইরাসের টিকা আবিষ্কার করতে অন্তত আঠারো মাস সময় লেগে যেতে পারে।

আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকদের একটে বড় সংখ্যক হবেন দরিদ্ররা। অসুস্থতার সময় কাজে যেতে না পেরে আর্থিক সংকট ও চিকিৎসার অভাবে নিম্ন আয়ের মার্কিন নাগরিকরা বেশি ঝুঁকিতে পড়ে যাবেন। এতে ভাইরাসটি আরও প্রাণঘাতী রূপ নিতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

করোনায় বিপর্যয় নেমে আসতে পারে মার্কিনে, মারা যেতে পারে ২২ লাখ মার্কিন নাগরিক

আপডেট: ০৬:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০

নতুনেরকথা ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা না গেলে যুক্তরাষ্ট্রে ২২ লাখ লোক মারা যেতে পারেন। ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের কোভিড-১৯ রেন্সপন্স টিমের বরাতে দ্য ইন্টারসেপ এমন তথ্য দিয়েছে।

পুরো জনসংখ্যার মধ্যে সামাজিক দূরত্ব, আক্রান্তদের বাড়িতে আইসোলেশন ও অসুস্থদের পরিবার সদস্যদের কোয়ারেন্টাইন করে রাখার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হলেও মার্কিন চিকিৎসা সক্ষমতা ভেঙে পড়তে পারে বলে প্রতিবেদনে আভাস দেয়া হয়েছে।

সপ্তাহখানেক আগে এসব তথ্য হোয়াইট হাউস টাস্কফোর্সের কাছে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন গবেষকরা।

ভাইরাসটি নিয়ন্ত্রণ করতে হলে কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক জমায়েতে মারাত্মক বিধিনিষেধ আরোপ করতে হবে। টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত এই কড়াকড়ির কোনো বিকল্প নেই বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ ভাইরাসের টিকা আবিষ্কার করতে অন্তত আঠারো মাস সময় লেগে যেতে পারে।

আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকদের একটে বড় সংখ্যক হবেন দরিদ্ররা। অসুস্থতার সময় কাজে যেতে না পেরে আর্থিক সংকট ও চিকিৎসার অভাবে নিম্ন আয়ের মার্কিন নাগরিকরা বেশি ঝুঁকিতে পড়ে যাবেন। এতে ভাইরাসটি আরও প্রাণঘাতী রূপ নিতে পারে।