আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লিতে চলছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সংঘাত। আর এই সংঘাতের মধ্যে দিল্লির গামরি এলাকায় আকবরি নামের ৮৫ বছর বয়সী এক মুসলিম বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার অভিযোগ করেছেন তার সন্তান।
এই বিষয়ে আকবরির পুত্র সাঈদ সালমানি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানায়, মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ জনতা বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। ওই সময় বাড়িতে আকবরির সঙ্গে চারজন নাতি ছিল বলেও জানান সাঈদ সালমানি।
সাঈদ সালমানি বলেন, সকাল ১১টার দিকে ঘরে বাচ্চাদের জন্য দুধ না থাকায় আমি বাইরে যাই। পরে আসার পর আমার ছেলের কাছ থেকে জানতে পারি ১৫০ থেকে ২০০ লোক আমাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দিয়েছে। পরে আমার মা শ্বাসকষ্টে মারা যান। এছাড়া তার শরীরও পুড়ে যায়। বৃদ্ধ হওয়ায় বাড়িটির তিন তলা থেকে আমার মা আর বের হতে পারেননি।
এদিকে এই ঘটনায় প্রাণে বেঁচে গেছেন সাঈদ সালমানি চার সন্তান। এই বিষয়ে আকবরির ছেলে সালমানি আরো বলেন, আমার মনে হয় আমার মা জীবন বাঁচানোর আকুতি করেছেন । তবে কেউই তার সাহায্যে এগিয়ে আসেনি।
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হয় সংঘাত যা এখনো থামেনি।