ইসলামী ডেস্কি:
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মিজানুর রহমান আজাহারী বলেন, যৌবনের কারণে, যুবক বয়সে ছেলে মেয়েরা যে পাপ কাজ গুলি করবে, এর একটা ভাগ গুনাহ বাবা-মায়েদের কাঁধেও যাবে।
বিষয়টির ব্যাখা দিতে গিয়ে তিনি বলেন, সন্তানদের যদি সময়মত বিয়ে না দেয়া হয়, যৌবনে যে পাপগুলো তারা করবে, এগুলো অভিভাবকদের কাঁধেও যাবে। এ সময় এ বক্তা সন্তানদের সঠিক সময়ে বিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেন অভিভাবকদের। সম্প্রতি এক মাহফিলে বক্তব্য দেয়ার সময় দেশের আলোচিত এ বক্তা এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সংস্কৃতিতে গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের উঠতি বয়সীরা যৌবন শেষ করে ফেলছে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের যে কালচার, এগুলো আগে ছিল না। একইসঙ্গে সন্তাদেরকে সময়মত বিয়ে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বানও জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশ্য করে এ বক্তা বলেন, নিজের সন্তানদের দুঃখগুলো বুঝুন। ওরা অনেক দুঃখে আছে, কষ্টে আছে; বুক ফাটেতো মুখ ফোটে না। বিয়ের চেয়ে ভালো কাজ হয় না।
তিনি বলেন, সামর্থ না থাকলে বিয়েতে শুধুমাত্র খেজুর খাওয়াতে পরামর্শ দেন তিনি। আজহারী বলেন, মসজিদে বিয়ে করাবেন। ছেলের বাবা-মেয়ের বাবা চলে আসবে, খেজুর নিয়ে যাবেন ১ কেজি, বিয়ে শেষ।
তিনি আরোও বলেন, বিয়ে কারও সফলতাকে আটকে রাখে না, বরং সফলাতকে সহজ করে। সফল ব্যক্তিরা সময়মতই বিয়ে করেছেন। যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্পদশালী বানিয়ে দিবে।