ইরানি রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে ব্রিটেনের প্রতিবাদ

  • আপডেট: ০৪:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
  • ২৬

আন্তর্জাতিক ডেস্ক:

তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলবের পর এবার যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সরকার। রোববার ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে আটকের ব্যাপারে জবাবদিহি করতে তাকে তলব করা হয়েছে বলে আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানান, রোববার ব্রিটিশ রাষ্ট্রদূতকে আটক করা হয় যা একদমই অগ্রহণযোগ্য ও ভিয়েনা চুক্তির লঙ্ঘন। বিষয়টি তদন্ত হওয়া দরকার। মুখপাত্র বলেন, আমরা ইরান সরকারে কাছ থেকে পূর্ণ আশ্বাস চেয়েছি যেন ভবিষ্যতে এমনটা না হয়। সে ইরানি রাষ্ট্রদূতকে তলব করে আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করেছি।

ইউক্রেনিয়ান বিমান ভুল করে ভূপাতিত করার কথা ইরান স্বীকার করার পর দেশটিতে শুরু হওয়া বিক্ষোভে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অংশগ্রহণ করায় তাকে আটক করা হয়েছিল। ইরানি সংবাদ মাধ্যম আটকের বিষয়ে বলেছে, তিনি সরকার বিরোধী বিক্ষোভে উৎসাহ যুগিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ শনিবার তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীদের উসকানি দিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

ইরানি রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে ব্রিটেনের প্রতিবাদ

আপডেট: ০৪:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০

আন্তর্জাতিক ডেস্ক:

তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলবের পর এবার যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সরকার। রোববার ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে আটকের ব্যাপারে জবাবদিহি করতে তাকে তলব করা হয়েছে বলে আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানান, রোববার ব্রিটিশ রাষ্ট্রদূতকে আটক করা হয় যা একদমই অগ্রহণযোগ্য ও ভিয়েনা চুক্তির লঙ্ঘন। বিষয়টি তদন্ত হওয়া দরকার। মুখপাত্র বলেন, আমরা ইরান সরকারে কাছ থেকে পূর্ণ আশ্বাস চেয়েছি যেন ভবিষ্যতে এমনটা না হয়। সে ইরানি রাষ্ট্রদূতকে তলব করে আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করেছি।

ইউক্রেনিয়ান বিমান ভুল করে ভূপাতিত করার কথা ইরান স্বীকার করার পর দেশটিতে শুরু হওয়া বিক্ষোভে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অংশগ্রহণ করায় তাকে আটক করা হয়েছিল। ইরানি সংবাদ মাধ্যম আটকের বিষয়ে বলেছে, তিনি সরকার বিরোধী বিক্ষোভে উৎসাহ যুগিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ শনিবার তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীদের উসকানি দিয়েছেন।