• ঢাকা
  • শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ১২ জানুয়ারি, ২০২০

সোলাইমানিকে হত্যার কথা জানতে ইসরাইলের প্রধামন্ত্রী, সহায়তা দেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ইরানি জেনারেল সোলাইমানিকে হত্যার বিষয়টি আগে থেকে জানতেন কেবল একজন ব্যক্তি। তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন সংবাদ মাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’ এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েল

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তার মিত্রদের মধ্যে কেবল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সোলাইমানিকে হত্যার বিষয়টি জানিয়েছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই অভিযানের আগে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছিলেন।

এদিকে, মার্কিন বাহিনীর নিখুঁত এই হামলায় সোলাইমানির সঠিক অবস্থান নিশ্চিত করতে সহায়তা করেছে ইসরায়েলের গোয়েন্দারা।

সিরিয়ার দামেস্ক থেকে ইরাকে উড়ে আসেন সোলাইমানি। সেখানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য সরবরাহকারীরা সোলাইমানিকে বহনকারী বিমান সম্পর্কে তথ্য দেন।

পরবর্তীতে সেই তথ্য যাচাই করে সোলাইমানির সঠিক অবস্থান নিশ্চিত করে ইসরায়েলের গোয়েন্দারা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!