• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ২ জানুয়ারি, ২০২০

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি॥
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে বই উৎসব পালিত হয়েছে। ২০২০ সালের প্রথম দিনে নতুন বইয়ের মনমাতানো গন্ধে আনন্দে উদ্বেলিত হয়েছে শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া। বই প্রদানের পূর্বে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধান অতিথি বলেন, বছরের প্রথম দিন একযোগে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই প্রদান করা এটা সরকারের একটি বিশাল সাফল্য। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা নতুন উদ্যমে তাদের লেখা পড়া শুরু করবে।

তিনি বলেন, এক সময় আমরা বাজার থেকে বই কিনে অথবা সিনিয়রদের কাছ থেকে পুরাতন বই কিনে পড়তে হতো। বর্তমানে সরকার শিক্ষার্থীদের বিনামুল্যে বই দিচ্ছে। এতে শিক্ষার মান বাড়ছে। শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন বই পাচ্ছে। এটা দেশের সকল শিক্ষার্থীর জন্য বিশাল পাওয়া।

বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।

উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মো. শাহজাহান মুন্সি, কবি ও সাহিত্যিক মনির হোসন ভূইয়াসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর
error: Content is protected !!