শিশুদের মেধা বিকাশে অভিভাবকদের সচেতন হতে হবে: ইউএনও শিউলী হরি

  • আপডেট: ০৩:৪৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
  • ২৬

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বর্ণমালা কিন্ডারগার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি।

প্রধান অতিথিবলেন, আমরা অভিভাবকরা আমাদের সন্তানদের কাছে শিক্ষাক্ষেত্রে তাদের যতটুকু দেয়ার ক্ষমতা রয়েছে, তার চেয়ে বেশি চাওয়ার জন্য নানা চেষ্টা করি। তাদের খেলার সময় বই নিয়ে বসানো, রাত জেগে পড়ানো এবং শাসন করা আমাদের অবধারিত রুটিন কাজ হয়ে দাড়িয়েছে। কিন্তু এতে আসলে বস্তত কিছুই হয় না। আমাদের মনে রাখতে হবে, আপনার এত পরিশ্রমের ফলে আপনার সন্তান হয়ত ভাল ফলাফল অর্জন করবেন, কিন্তু আদৌ মানুষ হবে কি? আমাদের প্রয়োজন শিশুদের ভাল মানুষ হিসেবে তাকে তৈরি করা। এজন্য শিশুদেরকে তাদের নিজের মতো করে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে। তাকে শাসন করবেন, যখন সে আপনার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করবে বা অন্য কোন খারাপ কাজে জড়িত হবে,এর বাইরে নয়। তিনি নিজের জীবনের অনেক উদহারণ দিয়ে বলেন, পরীক্ষা শেষে স্কুল থেকেই বের হলেই আপনারা শিশুদেরকে প্রশ্ন নিয়ে কাঠগড়ায় দাড় করান। কিন্তু আমি দেখেছি, আমার মা ও বাবা আমি পরীক্ষা দিয়ে বাসায় গেলেই প্রশ্নটি হাত থেকে নিয়ে রেখে দিতেন। যাতে এটি নিয়ে পুনরায় কোন আলোচনা না করতে হয়। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ফলাফল বড় কিছু নয়, বরং আমি কতটুকু শিখতে পেরেছি, সেটাই বড় কথা। তবেই আমি আমার বাস্তব জীবনে তার প্রতিফলন দেখতে পাবো।

গিয়াস উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার মো: মনিরউজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ উল্যা আল আমিন, সিনিয়র শিক্ষিকা সাবিনা ইয়াসমিন লাকি। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জামান। আলোচনা শেষে পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শিশুদের মেধা বিকাশে অভিভাবকদের সচেতন হতে হবে: ইউএনও শিউলী হরি

আপডেট: ০৩:৪৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বর্ণমালা কিন্ডারগার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি।

প্রধান অতিথিবলেন, আমরা অভিভাবকরা আমাদের সন্তানদের কাছে শিক্ষাক্ষেত্রে তাদের যতটুকু দেয়ার ক্ষমতা রয়েছে, তার চেয়ে বেশি চাওয়ার জন্য নানা চেষ্টা করি। তাদের খেলার সময় বই নিয়ে বসানো, রাত জেগে পড়ানো এবং শাসন করা আমাদের অবধারিত রুটিন কাজ হয়ে দাড়িয়েছে। কিন্তু এতে আসলে বস্তত কিছুই হয় না। আমাদের মনে রাখতে হবে, আপনার এত পরিশ্রমের ফলে আপনার সন্তান হয়ত ভাল ফলাফল অর্জন করবেন, কিন্তু আদৌ মানুষ হবে কি? আমাদের প্রয়োজন শিশুদের ভাল মানুষ হিসেবে তাকে তৈরি করা। এজন্য শিশুদেরকে তাদের নিজের মতো করে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে। তাকে শাসন করবেন, যখন সে আপনার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করবে বা অন্য কোন খারাপ কাজে জড়িত হবে,এর বাইরে নয়। তিনি নিজের জীবনের অনেক উদহারণ দিয়ে বলেন, পরীক্ষা শেষে স্কুল থেকেই বের হলেই আপনারা শিশুদেরকে প্রশ্ন নিয়ে কাঠগড়ায় দাড় করান। কিন্তু আমি দেখেছি, আমার মা ও বাবা আমি পরীক্ষা দিয়ে বাসায় গেলেই প্রশ্নটি হাত থেকে নিয়ে রেখে দিতেন। যাতে এটি নিয়ে পুনরায় কোন আলোচনা না করতে হয়। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ফলাফল বড় কিছু নয়, বরং আমি কতটুকু শিখতে পেরেছি, সেটাই বড় কথা। তবেই আমি আমার বাস্তব জীবনে তার প্রতিফলন দেখতে পাবো।

গিয়াস উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার মো: মনিরউজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, বর্তমান সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ উল্যা আল আমিন, সিনিয়র শিক্ষিকা সাবিনা ইয়াসমিন লাকি। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জামান। আলোচনা শেষে পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।