আল আমিন॥
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স, আহমাদ আলী পাটওয়ারী ওয়াক্ফ এস্টেট কর্তৃক পরিচালিত জামিয়া আহমাদিয়া কওমী মাদরসার ২ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুময়া কোরআন তেলওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়, শেষ হয় শনিবার বাদ এশা বয়ান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে। মাহফিলের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম এবং জামিয়া আহমাদিয়া কওমী মাদরাসার মুহতামিম আলহাজ¦ মাওলানা হাফেজ আবদুর রউফ।
মাহফিলে প্রথম দিন শুক্রবার ছিল জামিয়া আহমাদিয়া কওমী মাদরাসা ও মুনিরিয়া নুরানী মাদরসার শিক্ষার্থীদের পুনর্মিলনী ও কলরব শিল্পী গোষ্ঠির সুরলা কণ্ঠে ইসলামী সংগীত সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন জামিয়া আহমাদিয়া কওমী মাদরাসার প্রতিষ্ঠা ও পরিচালক, আধুনিক হাজীগঞ্জের রূপকার, শিক্ষা গবেষক, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আলহাজ¦ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। অনুষ্ঠান পরিচালনা করেন জামিয়া আহমাদিয়া কওমী মাদরাসার শিক্ষক মুফতি এনামুল হক।
পুনমির্লনি অনুষ্ঠানে মুনিরিয়া নুরানী মাদরসার প্রাক্তন ছাত্র, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ’সহ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ আহমাদ আলী পাটওয়ারী ওয়াক্ফ এস্টেট কর্তৃক পরিচালিত মুনিরিয়া নুরানী মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষাজীবন শেষ করে পবিত্র কোরআন শরীফ সহিহ শুদ্ধরুপে পাঠ শিখে স্কুল জীবনে পড়া লেখা করে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে ঢাকা হাইকোর্টে কর্মজীবন শুরু করেছেন। পাশা-পাশি তার পিতা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স, আহমাদ আলী পাটওয়ারী ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লিা আলহাজ¦ ড. মো. আলমগীর কবির পাটওয়ারীকে ওয়াক্ফ সংশ্লিস্ট বিভিন্ন কাজে সহযোগিতা করছেন। প্রাথমিক জীবনে ইসলামী লাইনে পড়া লেখা করে বিদেশ গিয়ে যে, উচ্চ শিক্ষা গ্রহণ করা যায়, তার উদাহারণ হলেন ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ।
মাহফিলের দ্বিতীয় দিন শনিবার মাহফিলে বক্তব্য রাখেন দেশবরেণ্য আলেম মাওলানা নাজির আহমেদ, মাওলানা হাসান জামিল, মাওলানা তৈয়্যব আশরাফ, মাওলানা নুরুল আমিন জিহাদী প্রমূখ।
শিরোনাম:
হাজীগঞ্জ জামিয়া আহমাদিয়া কওমী মাদরসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন
Tag :
সর্বাধিক পঠিত