যৌন দৃশ্যে অভিনয়, প্রস্তাব ফিরিয়ে দিলেন রাধকা

  • আপডেট: ০৩:১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
  • ৩৭

বিনোদন ডেস্ক:

যৌন দৃশ্যের ফিরিয়ে দিয়ে আলোচনায় আসছে রাধকা। এ প্রস্তাব ফিরিয়ে দেয়ায় তাকে শুনতে হচ্ছে কটু কথাও। রাধিকাকে বলা হয় বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী । কখনও বদলাপুর, কখনও পার্চড আবার কখনও অহল্যার মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। মারাঠি ছবির পাশাপাশি রাধিকা যখন বলিউডের নিজের জন্য পাকাপোক্ত জায়গা তৈরি করে নিয়েছেন, সেই সময় অভিনেত্রী কি বললেন জানেন!

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হন রাধিকা। সেখানে তিনি জানান, বদলাপুরের পর তাঁকে যৌন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় এক প্রযোজক সংস্থার তরফে। সেক্স কমেডি তৈরি করা হবে বলে রাধিকাকে সেখানে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু রাধিকা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। যার প্রেক্ষিতে বেশ কিছু কটূ কথাও শুনতে হয় তাকে।

এ বিষয়ে রাধিকা আরও জানান, একের পর এক সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি, তাহলে এবার কেন ফিরিয়ে দিচ্ছেন বলে প্রশ্ন করা হয় রাধিকাকে। যার উত্তরে রাধিকা জানতে চান, তিনি যৌনতাপূর্ণ দৃশ্যে অভিনয় করেছেন, এমন উদাহরণ দেওয়া হোক । ওই সময় বদলাপুর এবং অহল্যার নাম করা হয় তাঁর সামনে। যা শুনে কার্যত অবাক হয়ে যান রাধিকা।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

যৌন দৃশ্যে অভিনয়, প্রস্তাব ফিরিয়ে দিলেন রাধকা

আপডেট: ০৩:১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক:

যৌন দৃশ্যের ফিরিয়ে দিয়ে আলোচনায় আসছে রাধকা। এ প্রস্তাব ফিরিয়ে দেয়ায় তাকে শুনতে হচ্ছে কটু কথাও। রাধিকাকে বলা হয় বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী । কখনও বদলাপুর, কখনও পার্চড আবার কখনও অহল্যার মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। মারাঠি ছবির পাশাপাশি রাধিকা যখন বলিউডের নিজের জন্য পাকাপোক্ত জায়গা তৈরি করে নিয়েছেন, সেই সময় অভিনেত্রী কি বললেন জানেন!

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হন রাধিকা। সেখানে তিনি জানান, বদলাপুরের পর তাঁকে যৌন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় এক প্রযোজক সংস্থার তরফে। সেক্স কমেডি তৈরি করা হবে বলে রাধিকাকে সেখানে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু রাধিকা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। যার প্রেক্ষিতে বেশ কিছু কটূ কথাও শুনতে হয় তাকে।

এ বিষয়ে রাধিকা আরও জানান, একের পর এক সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি, তাহলে এবার কেন ফিরিয়ে দিচ্ছেন বলে প্রশ্ন করা হয় রাধিকাকে। যার উত্তরে রাধিকা জানতে চান, তিনি যৌনতাপূর্ণ দৃশ্যে অভিনয় করেছেন, এমন উদাহরণ দেওয়া হোক । ওই সময় বদলাপুর এবং অহল্যার নাম করা হয় তাঁর সামনে। যা শুনে কার্যত অবাক হয়ে যান রাধিকা।