• ঢাকা
  • শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৯

হাজীগঞ্জে ঝরে পড়া রোধে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় পিরোজপুর সপ্রাবি

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

হাজীগঞ্জ, ০৩ ডিসেম্বর, মঙ্গলবার॥
হাজীগঞ্জ উপজেলা পর্যায়ে ঝরে পড়া রোধে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের ফিরোজপুর গ্রামের অবস্থিত। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন মাসুদ ইকবাল। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯, উপজেলা পর্যায়ে ঝরে পড়া রোধে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছেন।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার সভাপতিত্বে যাচাই-বাচাই কমিটি ঝরে পড়া রোধে এ বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাঠদান শেষ করার পূর্বেই ঝরে পড়ে। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ ইকবাল যোগদানের পর পরই বিদ্যালয়ের ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পায়। যার কারণে উপজেলা পর্যায়ে ঝরে পড়া বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে এ বিদ্যাল কে নির্বাচিত করা হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • শিক্ষা এর আরও খবর
error: Content is protected !!