ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ার বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মনির হোসেনের বাড়িতে আগুন দিয়েছে একদল দূর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্য রাতে অধ্যক্ষের নিজ বাড়ি উপজেলার খলাগাঁও গ্রামে অজ্ঞাত দূস্কৃতিকারিরা জানালা দিয়ে আগুন জালিয়ে দেয়ার এ ঘটনা ঘটায়। এসময় অধ্যক্ষ মনির হোসেনের গৃহের লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে গৃহের খাট সংলগ্ন মূল্যবান মালামাল পুড়ে যায়।
এ ব্যাপারে গৃহকর্তা অধ্যক্ষ মনির হোসেন জানান, জানামতে কারো সাথে আমার কোন শত্রুতা নেই। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। তবে ধারনা করা হচ্ছে আমার জান মালের ক্ষতির উদ্দেশ্যে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় কচুয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
শিরোনাম:
কচুয়ায় মাদ্রাসা অধ্যক্ষের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
Tag :
সর্বাধিক পঠিত