ইসমাইল হোসেন বিপ্লব:
চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামীলীগের আসন্ন কাউন্সিলে সভাপতি প্রত্যাশী মো. মিজানুর রহমান সরদার দলীয় নেতাকর্মীদের নিয়ে দলীয় মনোয়নপ্রত্র (ফরম) সংগ্রহ করেছেণ। তিনি সোমবার বিকালে কচুয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হতে দলের দপ্তর সম্পাদক মো. করিব হোসেনের হাত থেকে এ ফরম সংগ্রহ করেন।
কচুয়া উপজেলা জয় পরিষদের সাধারন সম্পাদক, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী মো: মিজানুর রহমান সরদার এ ইউনিয়নের সকল প্রার্থীদের তাক লাগিয়ে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হবেন এমনটাই মনে করছেন তৃনমূল ও দলীয় নেতাকর্মীরা ।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, অন্য যে কোন প্রার্থীর চেয়ে পালাখাল মডেল ইউনিয়নে সভাপতি প্রত্যাশী আওয়ামীলীগ নেতা জাপানী মিজান প্রচারনা ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন।
উল্লেখ্য যে, ২০১২ সালের ১ নভেম্বর পালাখাল উচ্চ বিদ্যালয়ে তৎকালিন সময়ে উৎসব মুখর পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।
এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতীন দেওয়ান, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সৌরভসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।