ওমর ফারুক সাইম॥
চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে কচুয়া বিশ^রোড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা জেগে থাকে বলেই আমরা শান্তিতে ঘুমাতে পারছি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের জনগণের সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ণের শিখরে অবস্থান করছে। বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ^ বিস্মিত।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারি, চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কালু, যুগ্ম আহবায়ক সালাউদ্দীন মোহাম্মদ বাবর প্রমূখ।
শিরোনাম:
শেখ হাসিনা জেগে থাকে বলেই আমরা শান্তিতে ঘুমাতে পারি:ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
Tag :
সর্বাধিক পঠিত